মুম্বই: মাত্র কিছুদিন আগেই জানা গিয়েছিল আগামী বছর ইদের দিন মুক্তি পেতে চলেছে সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali)। কিন্তু না। আজই ঘোষণা হয়েছে নতুন মুক্তির দিন। আগামী বছর নয়, চলতি বছরই মুক্তি পাবে এই ছবি। মুক্তির দিনও ঘোষণা করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে।


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মুক্তির দিন ঘোষণা করে লেখেন, 'সলমন খান, সাজিদ নাদিয়াদওয়ালার ছবি আসছে আগেই। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। সলমন খান, পূজা হেগড়ে অভিনীত ছবি প্রেক্ষাগৃহে দেখা যাবে চলতি বছর ৩০ ডিসেম্বর। পরিচালক ফারহাদ সামজি।' বেশ কিছুদিন ধরেই সলমন খানের (Salman Khan) 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali) ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে নানা জল্পনা চলছিল। নানা মুক্তির দিন শোনা গেলেও আজ এই ছবির মুক্তিরদিন জানালেন তরণ আদর্শ।


আরও পড়ুন - Jayeshbhai Jordaar: অভিনব পদ্ধতিতে 'জোয়েসভাই জোরদার' ছবির মুক্তির দিন ঘোষণা রণবীর সিংহের



সাজিদ নাদিয়াদওয়ালা প্রোডাকশনসের পক্ষ থেকেই 'কভি ইদ কভি দিওয়ালি' ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। সলমন খানের সঙ্গে সাজিদ নাদিয়াদওয়ালার একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'নতুন বছরে উদযাপন করুন 'কভি ইদ কভি দিওয়ালি'। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ফারহাদ সামজি পরিচালিত এই ছবি।'



প্রসঙ্গত, সলমন খানের হাতে চলতি বছর বেশ কিছু ছবি রয়েছে। একদিকে যেমন তাঁকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে তাঁকে দেখা যাবে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে। এছাড়াও, শাহরুখ খানের 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজানকে। যা মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে।