মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো বহু প্রতীক্ষিত 'বিগ বস' (Bigg Boss) শুরু হতে চলেছে। প্রতিবারের মতো এবারও 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে কারা উপস্থিত থাকেন, সেদিকে তাকিয়ে রয়েছেন দর্শকেরা। শুরু হতে চলেছে 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। অফিশিয়ালি কোনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কবে থেকে শুরু হবে 'বিগ বস'-এর আসন্ন সিজন।


কবে থেকে শুরু হবে 'বিগ বস ১৬'?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে 'বিগ বস ১৬'। সেদিনই হবে গ্র্যান্ড প্রিমিয়র। এখনও পর্যন্ত অফিশিয়ালি 'বিগ বস'-এর আসন্ন সিজন শুরু হওয়ার কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর জেনে দারুণ খুশি জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের দর্শকেরা। কোথাও বলা হচ্ছে ১ অক্টোবর থেকে শুরু হবে। আবার কোনও সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যাবে সলমন খানের (Salman Khan) শো। 


প্রসঙ্গত, 'বিগ বস ১৬'-এ প্রতিযোগী হিসেবে কাদের দেখা যেতে পারে, তার কোনও তালিকা এখনও প্রকাশিত হয়নি। যদিও বিভিন্ন সূত্রে খবর, টেলিভিশনের একঝাঁক নামী তারকা থাকতে পারেন প্রতিযোগী হিসেবে। নাম হিসেবে উঠে আসছে দিব্যাঙ্কা ত্রিপাঠি, অর্জুন বিজলানি, সনয়া ইরানিদের। 'বিগ বস'-এর দর্শকেরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছেন। কিছুদিন আগেই চলতি বছর কেমন হতে পারে 'বিগ বস'-এর ঘর। কেমন থিমে দেখা যাবে প্রতিযোগীদের, তার বেশ কিছু ছবি ফাঁস হয়ে যায় নেট দুনিয়ায়। সেখানেই দেখা যায়, অ্যাকোয়া থিমে এবার আসতে চলেছে 'বিগ বস ১৬'।


আরও পড়ুন - Aamir Khan: প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দেখা করেন কতবার? আমির যা বললেন...


অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চলতি বছর 'বিগ বস' সঞ্চালনা করার জন্য পারিশ্রমিকের অঙ্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন সলমন খান। এমনও নাকি তিনি জানিয়েছেন যে, পারিশ্রমিক না বাড়াতে তিনি সঞ্চালনা করবেন না। এখন দেখার অফিশিয়ালি কবে 'বিগ বস ১৬' শুরু হওয়ার ঘোষণা করেন নির্মাতারা।


টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও শুরু হতে চলেছে বিগ বস। কর্ণ জোহর ইতিমধ্যেই জানিয়েছেন যে, তিনি চলতি সিজন সঞ্চালনা করবেন না। বিগ বস ওটিটির সঞ্চালক হিসেবে উঠে আসছে হিনা খানের নাম।