কলকাতা: এর আগেও তিনি সরব হয়েছেন মাল্টিপ্লেক্সের টিকিটের দাম নিয়ে। চড়া দামে যে সাধারণ মানুষ সিনেমা দেখতে আসতে পারছেন না অনুরাগীরা... সেই নিয়ে একাধিকবার মুখ খুলেছেন 'ভাইজান'। তবে এবার, সিনেমাহল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সলমন খান (Salman Khan)। তবে এই পরিকল্পনা নতুন নয়.. তিনি নাকি আগেও পরিকল্পনা করেছিলেন সিনেমাহলের ব্যবসা করার। তবে করোনার জন্য থমকে যায় সেই পরিকল্পনা।


সদ্য মুক্তি পেয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ছবি 'টাইগার ৩' (Tiger 3)। আর সেই ছবি নিয়ে কথা বলতে এসেই, নিজের নতুন পরিকল্পনার কথা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন সলমন। তিনি জানিয়েছেন, সলমন টকিজ নাম দিয়ে একটি প্রেক্ষাগৃহের ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। যেখানে অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় অনেকটা কম দামে সিনেমা দেখতে পাবেন অনুরাগীরা। সলমন আরও জানান, পরের বছরই তিনি চেষ্টা করবেন এই সিনেমাহলগুলি খুলে ফেলার। করোনার আগেই তাঁর পরিকল্পনা ছিল সিনেমা হল খোলার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা থমকে যায়। তবে এই কাজটি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। সলমন জানিয়েছেন, ধীরে ধীরে হলেও এই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চান।


অন্যদিকে, বক্সঅফিসে সাফল্য পেয়েছে 'টাইগার ৩'। এই ছবির গল্পে দেখানো হচ্ছে, টাইগারের ছেলে বড় হয়ে গিয়েছে। এই ছবিতেও টাইগারের একটা মিশন রয়েছে যা তাকে শেষ করতেই হবে। তবে সেই মিশন ভারতের জন্য নয়, অন্য কারও জন্য। এই গল্প ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ৩০০ কোটির লক্ষ্যমাত্রা। এই ছবিটি ১৮৮.২৫ কোটি টাকা উপার্জন করেছে বৃহস্পতিবার। এই সাফল্যে ছবির নায়ক, অর্থাৎ সলমন খান বলছেন, 'আমি অ্যাকশন হিরো হওয়ার জন্য ভীষণ গর্ব অনুভব করি। মানুষ আমার এই অবতারকেই বারে বারে ভালবেসেছেন। যে ধাঁচের ছবি মানুষ ইদানিং একটু কমই দেখছেন, তেমন ছবিতে বারে বারে সাফল্য পাওয়া মুখের কথা নয়। সবসময় মাথায় রাখতে হবে, অ্যাকশন এবং গল্প ছাড়া দর্শকদের আর কী কী চমক দেওয়া যায়।'


সলমন আরও বলেন, 'মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে যতবার আমি টাইগার ফ্রাঞ্চাইজিকে দর্শকদের সামনে নিয়ে এসেছি, তারা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই গল্পে একজন সুপার স্পাইয়ের ভূমিকায় অভিনয় করেছি আমি। ফলে  আমার কাছে টাইগার থ্রি এর সাফল্য হ্যাট্রিকের মতোই আনন্দদায়ক। এই ছবির জন্য বারে বারে আমায় একই চেহারায় ফিরে যেতে হয়। আমি নিজের সমস্তটা দিয়ে টাইগার ফ্রাঞ্চাইজির ছবিতে অভিনয় করি। এই ছবির সাফল্য আমার কাছে ভীষণ ব্যক্তিগতও।'


 


আরও পড়ুন: Randeep Hooda Marriage: সুস্মিতার প্রাক্তন, ৪৭ বছরে বিয়ের পিঁড়িতে রণদীপ হুডা! পাত্রীও বলি-অভিনেত্রী