মুম্বই: বিতর্কের শেষ নেই তাঁকে ঘিরে। অধিকাংশ সময়ই সেই নিয়ে কোনও মন্তব্য করেন না তিনি। কিন্তু এবার মেজাজ হারালেন বলিউড অভিনেতা সলমন খান। যাকে তাকে নয়, কোটিপতি ব্যবসায়ীকে একহাত নিলেন তিনি। তাঁর সম্পর্কে ওই ব্যবসায়ী মিথ্যে দাবি করেছেন বলে অভিযোগ করলেন সলমন। একেবারে মুখের উপরই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন। তাতে বাড়াবাড়ি হয়ে গিয়েছে বলে স্বীকার করে নিলেন ওই ব্যাবসায়ী। (Salman Khan)
সলমন এই মুহূর্তে রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে ব্যস্ত। ওই মঞ্চেই হাজির হন ব্যবসায়ী অশনীর গ্রোভার। সেখানে সলমন সরাসরি অশনীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যে ভিডিও সামনে এসেছে, তাতে সলমনকে বলতে শোনা যায়, "আমিকে নিয়ে কিছু বলতে শুনেছি আমি। আপনি বলেন, যে টাকা দিয়ে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার কথা বলেন আপনি, তা মিথ্যে ছিল। এই দ্বিচারিতা কেন?" (Ashneer Grover)
সলমনের মুখে এমন কথা শুনে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান অশনীর। বলেন, "আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করা অন্যতম স্মার্ট পদক্ষেপ ছিল আমার।" এতে সলমন বলেন, "এখন যেভাবে কথা বলছেন আপনি, ওই ভিডিও-র থেকে একেবারেই আলাদা। এমন আচরণ ওই ভিডিও-তে ছিল না। এখনেরটা একেবারে ঠিক।" সাফাই দিয়ে অশনীর বলেন, "স্যর, ওখানে সঠিক ভাবে বিষয়টি ফুটে ওঠেনি।"
ব্যবসায়ী অশনীরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা। টেলিভিশনের রিয়্যালিটি শো তাঁকে পরিচিতি দিয়েছে ঘরে ঘরে। কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে তিনি বলেন, "২০১৯ সালে সলমনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার সিদ্ধান্ত নিই। এত ছোট সংস্থা ছিল আমাদের, সেই সময় কেউ এমন ভাবতেও পারত না। কিন্তু আমাকে রাতারাতি বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হতো। তাই সলমনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার সিদ্ধান্ত নিই। কিন্তু ওঁর টিম জানায়, বিজ্ঞাপনের জন্য ৭.৫ কোটি টারকা পারিশ্রমিক নেবেন সলমন। আমি ভাবলাম, বিজ্ঞাপন তৈরিতেও ১-২ কোটি যাবে। টিভিতে চালাতেও হবে। সব মিলিয়ে ২০ কোটির মতো খরচ। অথচ মাত্র ১০০ কোটি হাতে আছে আমার। তাই আমি সলমনকে বলি পারিশ্রমকি কম করতে, উনি ৪.৫ কোটিতে রাজি হয়ে যান।" গোটা ভিডিও-য় সলমনকে 'তুই তোকারি'ও করতে দেখা যায় অশনীরকে।
শুধু তাই নয়, সলমন সম্পর্কে কুকথাও বলতে শোনা গিয়েছিল অশনীরকে। তাঁর বক্তব্য ছিল, "আমরে ওঁকে স্পনসর করেছিলাম। শ্যুটিং করার জন্য পেয়েছিলাম ওঁকে। সংস্থার ব্যাপারে জানানোর ছিল। তিন ঘণ্টা বসেছিলাম। কিন্তু ওঁর ম্যানেজার বললেন, ছবি তোলা যাবে না। অভিনেতা রেগে যান। আমি বললাম, 'ভাড় মে যা তু (জহান্নমে যাও), অ্যায়সি কৌন সি হিরোপনতি হো গয়ি'! কিন্তু হ্যাঁ অত্যন্ত স্মার্ট (সলমন) মানুষ ভাবেন হাওয়ায় উ়ছেন, আসলে খুব স্মার্ট। ব্যবসাটা ভাল বোঝেন। নিজের ভাবমূর্তিও জানেন।"
বিজ্ঞাপনের শ্যুটিংয়ে কী হয়েছিল, সেই প্রসঙ্গে অশনীরের দাবি নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি সলমন। কিন্তু তাঁর পারিশ্রমিক নিয়ে অশনীর যে ভুল তথ্য দিয়েছেন, তা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেন। এমনকি যে ভঙ্গিতে অশনীর তাঁকে নিয়ে কথা বলেছেন, তাও যে মনঃপুত হয়নি, ব্যবসায়ীর সামনেই তা তুলে ধরেন। সলমন প্রকাশ্য মঞ্চে বিষয়টি তুলে ধরবেন, তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না অশনীর। তাই সলমনের সামনে দাঁড়িয়ে কার্যত আমতা আমতা করেন তিনি। এমনকি বাড়াবাড়ি যে হয়ে গিয়েছে, তা স্বীকারও করে নেন। এই মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যত বড় ব্যবসায়ীই হোন, সলমন মিথ্যে বরদাস্ত করেন না বলে দাবি করছেন তাঁর অনুরাগীরা।