মুম্বই: প্রেম আগেও এসেছে তাঁর জীবনে। একবার নয়, বার বার প্রেমে পড়েছেন। কিন্তু কোনও প্রেম যেমন পরিণতি পায়নি, তেমনই প্রেমিকাদের কাছ থেকে স্বীকৃতিও পাননি সেভাবে। কিন্তু ৬০-এর দোরগোড়ায় পৌঁছে বোধহয় অবশেষে ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা খুঁজে পেলেন সলমন খান। সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, প্রেমিকা ইউলিয়া ভান্তুর সলমনের সঙ্গে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, নিজের জীবনের 'দুই নায়কে'র কথা বলতে গিয়ে বাবার পাশে জায়গা দিলেন সলমনকে।
বাবার জন্মদিন উদযাপনের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউলিয়া। আর সেই ছবিতে দেখা মিলেছে সলমনের। একটি ছবিতে বাবার কাঁধে মাথা রেখে বসে আছেন ইউলিয়া। তাঁদের পিছনে হাসিমুখে দাঁড়িয়ে সলমন। অন্য ছবিতে, ইউলিয়ার মা ও বাবার সঙ্গে দাঁড়িয়ে সলমন। একেবারে হাসিখুশি পরিবারের প্রতীকস্বরূপ। তবে সকলের নজর কেড়েছে ছবির সঙ্গে লেখা ইউলিয়ার ক্যাপশন। বাবা ও সলমনের সঙ্গে তোলা ছবিতে ইউলিয়া লিখেছেন, 'দুই নায়ক'।
ওই ছবি এবং ইউলিয়ার ক্যাপশন সকলের নজর কেড়েছে। প্রশ্ন উঠেছে, প্রত্যেক মেয়ের জীবনে বাবা নায়কই হন। বাবার পাশে সলমনকে জায়গা দিয়ে কি সম্পর্কের গভীরতারই ইঙ্গিত দিলেন ইউলিয়া? শুধু তাই নয়, সলমন যে ইউলিয়ার পরিবারের অংশ হয়ে উঠেছেন, তা-ও স্পষ্ট ছবি দু'টিতে। হাসিমুখে সলমনের সঙ্গে পোজ দিয়েছেন ইউলিয়ার মা-বাবা। ইউলিয়ার বাবা কখনও আবার সলমনের কাঁধে স্নেহের হাতও ছুঁইয়ে রেখেছেন। এর কয়েক দিন আগে, সলমনের বাবা সেলিম খানের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন ইউলিয়া। তাঁকে নিজের ঘরের মেয়ে করে নেওয়ার জন্য সেলিমকে ধন্যবাদ জানান ইউলিয়া।
এর আগে, একাধিক সম্পর্কে জড়িয়েছেন সলমন। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে ভেস্তে যায়। সোমি আলির সঙ্গেও সম্পর্ক টেকেনি। তবে সলমনের দুই বহুচর্চিত সম্পর্ক ছিল ঐশ্বর্যা রাই এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। ঐশ্বর্যার সঙ্গে সলমনের সম্পর্ক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েই গিয়েছে। ক্যাটরিনাও সলমনের হাত ছেড়ে রণবীর কপূরের হাত ধরেন। বর্তমানে ভিকি কৌশলের ঘরণী তিনি। দীর্ঘ সময় সলমনের সঙ্গে সম্পর্ক থাকলেও, এঁরা সেভাবে সলমনকে স্বীকৃতি দেননি বলে অভিযোগ করেন অভিনেতার অনুরাগীরা।
তাই শেষ পর্যন্ত ইউলিয়ার সঙ্গেই সলমন সেই অধরা স্বীকৃতি পেলেন কি না, নয়া ছবি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। বেশ কয়েক বছর ধরেই ইউলিয়া এবং সলমনের মধ্যে সম্পর্ক বলে শোনা যায়। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা না বললে, তিনি যে সলমনের জীবনের অংশ, তা আগেও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন ইউলিয়া। সলমনের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁকে, সলমনের ফার্মহাউসেও দেখা গিয়েছে। আবার ইউলিয়ার জন্মদিনে সলমনকেও এলাহি আয়োজন করতে দেখা গিয়েছে। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন সলমন? প্রশ্ন অনুরাগীদের।