নয়াদিল্লি: ইদের আবহে ২১ এপ্রিল মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। প্রায় চার বছর অপেক্ষার পর অনুরাগীরা বড়পর্দায় দেখছেন ভাইজানকে। ফলে উত্তেজনা প্রথম থেকেই ছিল তুঙ্গে। বিশাল স্টারকাস্ট সমেত এই ছবির প্রচারপর্বও চলেছে জমিয়ে। প্রথম দিনে বক্স অফিসে কেমন লাভের মুখ দেখল এই ছবি? কী বলছে ব্যবসার খাতা?


প্রথম দিনে কত আয় করল সলমনের নতুন ছবি?


চার বছরের অপেক্ষা, ঢালাও প্রচার, ইদের আবহ সত্ত্বেও সলমন খানের 'কামব্যাক' (Comeback) ছবি মুক্তির প্রথম দিনে বিশেষ লাভের মুখ দেখতে পেল না। অগ্রিম টিকিট বুকিংয়ের (Advance Booking) ক্ষেত্রেই সেই আভাস মিলেছিল যদিও। 


এক বিনোদন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি প্রথম দিনে ১২ থেকে ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। সলমন খানের গত দশ বছরের মুক্তিপ্রাপ্ত ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে খারাপ। প্রথম দিন যদিও শুক্রবার ছিল, এবং কোনও ছুটির দিন ছিল না। ফলে এখনও আশা রাখা হচ্ছে শনিবার ও রবিবারের ব্যবসার ওপর। এর মধ্যে শনিবার ইদ, অর্থাৎ ছুটির দিন। কিন্তু প্রথম দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের মতে এই ছবির ১০০ কোটির গণ্ডির পার করাও বেশ কঠিন হয়ে দাঁড়াবে। একইসঙ্গে প্রেক্ষাগৃহে আপাতত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রতিপক্ষ 'তু ঝুঠি ম্যায় মক্কার'। 


 






আরও পড়ুন: 'Pherari Mon': 'ফেরারি মন' ধারাবাহিকে এবার নতুন চরিত্রের আগমন, বদলাবে তুলসী-অগ্নির সম্পর্কের সমীকরণ?


চলতি বছরের অন্যতম বিগ বাজেটের (Big Budget) এই ছবি। অগ্রিম টিকিট বুকিং (advance ticket booking) শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। ভাইজান নিজেই সোশ্যাল পোস্টে তা ঘোষণা করেন। কিন্তু হিসেব বলছে সলমন খানের 'বিগ বাজেট' ছবি হওয়া সত্ত্বেও টিকিটের অগ্রিম বুকিংয়ের পরিমাণ তেমন আশানুরূপ নয়। বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এই ছবি তিনটি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ২৩ হাজার টিকিট বিক্রি করতে পেরেছে। এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।