মুম্বই: অবশেষে কিনারা। সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খানের (Salim Khan) হুমকির চিঠি পাওয়ার ঘটনার নেপথ্যে কে বা কারা তা প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ। জানাল, সলমনকে হুমকি চিঠি পাঠানোর পিছনে হাত রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং-এরই।
আজ সিদ্বেশ হিরামন কাম্বলে অ্যালিয়াস মহাকালকে (Siddhesh Hiraman Kamble Alias Mahakal) জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। এই মহাকাল লরেন্স বিষ্ণোই গ্যাং-এরই একজন সদস্য। লরেন্সের সহোযোগী, বর্তমানে কানাডাবাসী বিক্রম বারাডের (Vikram Barad) নির্দেশেই সলমনকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল বলে মুম্বই পুলিশ সূত্রে খবর।
পুলিশ আরও জানিয়েছে, সলমনকে হুমকি চিঠি দেওয়ার জন্য বিষ্ণোই গ্যাং-এর ৩ জন এসেছিল। মুম্বই এসে সৌরভ মহাকালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা। তাকেই জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।
আরও পড়ুন:Arkoja Exclusive: উপন্যাসভিত্তিক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র হয়ে ফিরছেন 'নিরুপমা' অর্কজা
পুলিশ জানিয়েছে, এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা বিক্রম বারাডেরই মস্তিস্ক প্রসূত। বিক্রম জন্মসূত্রে রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। সেখানে তাঁর নামে ১২টি মামলা রয়েছে। প্রথমে এই হুমকি চিঠি দেওয়ার কথা লরেন্স বিষ্ণোই গ্যাং অস্বীকার করলেও পুলিশের দাবি, সলমন ও সেলিমকে হুমকি চিঠি দেওয়ার পিছনে সরাসরি হাত রয়েছে এই বিষ্ণোই গ্যাং-এরই।
গত ৮ তারিখ সলমন খানকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় পুণে থেকে সৌরভ ওরফে মহাকালকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই ঘটনা সম্পর্কে কিছুটা হলেও আলোকপাত করা গিয়েছ। গোটা পরিকল্পনার সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে সেই খোঁজ এখনও চালাচ্ছে মুম্বই পুলিশ।
দিন কয়েক আগে হুমকি চিঠি পেয়েছেন সলমন খান ও সেলিম খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই