মুম্বই: সলমন খানের বিয়ে নিয়ে ঠাট্টা করার জেরে টুইঙ্কল খান্না সোশ্যাল মিডিয়ায় সলমন ভক্তদের লেটেস্ট টার্গেট। ফিল্মি লাইন ছাড়ার পর টুইঙ্কল এখন প্রতিষ্ঠিত লেখিকা। এক সংবাদপত্রে অক্ষয় কুমার ঘরণী লিখেছিলেন এ বছরের ১০টি সবথেকে বেশি খ্যাপামিতে ভরপুর বিজ্ঞাপনের তালিকা। তাতে এই মধ্য পঞ্চাশেও সলমনের অবিবাহিত থেকে যাওয়া নিয়ে ভরপুর ঠাট্টা করেন তিনি। কৃষ্ণসার হরিণ শিকার ও হিট অ্যান্ড রান মামলার জেরেই যে তাঁর বিয়ে হচ্ছে না, এমন ইঙ্গিতও করেন।

ব্যস, আর যায় কোথায়! সোশ্যাল মিডিয়ায় হা রে রে রে করে ঝাঁপিয়ে পড়ে সলমনের ভক্ত সমাজ। অনেকে হুমকি দেন, স্ত্রীর ওপর গায়ের ঝাল মেটাতে স্বামী অক্ষয়ের ছবি বয়কট করবেন তাঁরা।













তবে ঘাবড়াননি টুইঙ্কল। ট্রোলদের প্রতি তাঁর প্রতিক্রিয়া