মুম্বই: ‘ভারত’-এর প্রিমিয়ারে এসে চটলেন সলমন। ফ্যানের সঙ্গে অভব্য আচরণের জন্য নিজের দেহরক্ষীকেই মারলেন চড়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পরে। শুরু হয় চর্চা।
ভিডিও-তে দেখা যায় সলমন প্রিমিয়ার শেষে বেরিয়ে আসতেই ফ্যানেরা তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন। তখনই অগণিত ফ্যানদের সামাল দিতে দিয়ে একটি ছোট্ট ফ্যানের সঙ্গে অভব্য আচরণ করে বসেন এক দেহরক্ষী। তা নজরে আসতেই ওই দেহরক্ষীকে চড় কষিয়ে দেন বলিউডের সুপারস্টার। এবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই সলমনের সমালোচনায় সরব হতে দেখা যায় অনেক নেটিজেনকে। অনেকে তাঁকে উদ্ধতও বলেন। জবাবে সলমন অনুরাগীরাই তাঁর হয়ে ব্যাট ধরেছেন। তারা বলছেন, ‘ভালই হল, সলমন বিদ্বেষীরা কথা বলার জন্য একটা ইস্যু পেয়ে গেল’।