দেখুন ছোট্ট ভাগ্নের সঙ্গে সলমন খানের বক্সিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 May 2017 05:28 PM (IST)
মুম্বই: ছোট বোন অর্পিতার ছেলে আহিল শর্মা যে সলমন খানের প্রাণ, তা সকলের জানা। নিজের লাকি চার্ম সিগনেচার ব্রেসলেটও ভাগ্নেকে দিয়ে দিয়েছেন সলমন, যেটা তার খাদ্য হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটে আহিলের সঙ্গে সলমনের অসংখ্য ছবি ঘোরাফেরা করে। এবার এসেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ৫১ বছরের অভিনেতা বক্সিং লড়ছেন পুঁচকে ভাগ্নের সঙ্গে আর গোহারা হারছেন। দেখুন সেই ভিডিও