মরক্কোয় হবে সলমনের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শ্যুটিং!
ABP Ananda, Web Desk | 08 Jan 2017 09:31 AM (IST)
মুম্বই: আসছে ‘এক থা টাইগার’-এর সিকোয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। সিকোয়েলেও থাকবেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ছবির পরিচালনায় আলি আব্বাস জাফর। ‘সুলতান’-এর সাফল্যের পর ‘টাইগার’-এর জন্যও তিনি আশাবাদী। জানিয়েছেন, ছবির শ্যুটিং হবে মরক্কোয়। টুইটারে দিয়েছেন লোকেশনের একগুচ্ছ ছবি। [gallery ids="292365,292366,292367,292368"] ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। মুক্তি পাবে ২২ ডিসেম্বর।