মুম্বই: কাশ্মীরে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু (Samantha Prabhu)। বিজয় দেবেকোন্ডার Vijay Deberakonda)) সঙ্গে খুশি ছবির শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই একটি গাড়ি দুর্ঘটনায় আহত হন তাঁরা। কাশ্মীরের পহেলগাঁও-তে ছবির একটি স্টান্সের দৃশ্য শ্যুটিং করছিলেন তাঁরা। সেইসময়েই নদীতে পড়ে যায় তাঁদের গাড়ি। 


সূত্রের খবর, সামান্থা ও দেবেকোন্ডা যে দৃশ্যটির শ্যুটিং করছিলেন, সেটি যথেষ্ট শক্ত ছিল। নদীর মাঝখানে দড়ির ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার একটি দৃশ্য ছিল। সেই গাড়িতেই সওয়ার হয়েছিলেন সামান্থা প্রভু ও বিজয় দেবেকোন্ডা। কিন্তু সেই শ্যুটিং চলতে চলতেই গাড়ি হঠাৎ ওপর থেকে পড়ে যায় নদীর জলে। দড়ি ছিঁড়ে যাওয়ার ফলেই ঘটে এই দুর্ঘটনা। পিঠে চোট পান দুই অভিনেতাই। তাড়াতাড়ি তাঁদের সেখান থেকে উদ্ধার করে সাময়িক চিকিৎসার ব্যবস্থা করা হয়। 


আরও পড়ুন: ISKABON: ১৭ তারিখ মুক্তি পাচ্ছে জঙ্গলমহল আর মাওবাদী গল্পের প্রেক্ষাপটে সৌরভ-অনামিকার 'ইস্কাবন'


আরও জানা যায়, দুর্ঘটনার পরে দুই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয় ডাল লেকের একটি হোটেলে। সেখানে তাঁদের ফিজিওথেরাপি চলছে। চিকিৎসকেরাও নিয়মিত নজরে রাখছেন তাঁদের। 


তবে রবিবার ফের শ্যুটিং শুরু করেন দুই অভিনেতা অভিনেত্রী। ওইদিন ডাল লেকে শ্যুট শেষ করেন তাঁরা। তবে সুস্থ ছিলেন না কেউই। দুজনের পিঠেই যথেষ্ট ব্যথা ছিল। পিঠে ব্যথার কষ্ট নিয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছেন সামান্থা ও বিজয়। সেইদিন বেশ নিরাপত্তার মধ্যেই শ্যুটিং করছেন তাঁরা। ক্রু মেম্বারদেরও কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। সোমবার শ্যুট শেষ করে ফিরে এসেছেন দু'জনে। 


সদ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এসেছিলেন সামান্থা। ২০২১ সালের অক্টোবরে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন সামান্থা প্রভু ও নাগা চৈতন্য (Chay Akkineni)। যৌথভাবে দুজনে একই বিবৃতি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। চার বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে তাঁরা লেখেন যে, 'নিজেদের পথে এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এবার চৈ আক্কিনেনিকে ইনস্টাগ্রামে আনফলো করার পাশাপাশি সেখান থেকে দুজনের সমস্ত ছবিও মুছে দিলেন 'ও অন্তাভা' অভিনেত্রী। যদিও, এখনও সামান্থাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাগা। এবং তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুজনের বেশ কিছু ছবিও রয়েছে।