কলকাতা: নতুন জীবন শুরু করেছেন প্রাক্তন স্বামী নাগা চৈতন্য (Naga Chaitanya)। শোভিতা ধূলিপালার (Sobhita Dhulipala)-র সঙ্গে তাঁর বিবাহের বিভিন্ন মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্নপূর্ণা স্টুডিওতে সাবেকি রীতিনীতি মেনে বিয়ে সেরেছেন নাগা ও শোভিতা। দুজনেই পরেছিলেন দক্ষিণী ধাঁচের পোশাক। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিই এখন ছডিয়েছে। আর প্রাক্তন স্বামী যখন ব্যস্ত নতুন জীবনের সূচনায়, তখন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ছুটে গেলেন কোথায়?


একাধিক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, শিশুদের খুবই পছন্দ করেন তিনি। নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তাঁর। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের সম্পর্কের। শোভিতার সঙ্গে নতুন করে ঘর বেঁধেছেন নাগা। আর সামান্থা এদিন ছুটে গিয়েছেন একটি বেসরকারি স্কুলে। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবি। শিশুদের মধ্যে ছোট থেকেই মূল্যবোধ ও জ্ঞানের বীজ বপন করা কতটা জরুরি তা উঠে এসেছে সামান্থার লেখা পোস্টে। সোশ্যাল মিডিয়ায় সামান্থাকে বেশ খুশি দেখাচ্ছে। তিনি শিশুদের খুবই ভালবাসেন। তাঁর পোস্টে উঠে এসেছে সেই কথাই। 


বাবা নাগার্জুন সোশ্যাল মিডিয়ায় শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ের প্রথম ছবি শেয়ার করে লিখেছিলেন, 'শোভিতা আর ছায় জীবনের নতুন, সুন্দর একটা অধ্যায় শুরু করছে। আর ওদের দুজনকে একসঙ্গে নতুন জীবন শুরু করতে দেখা আমার কাছে খুব আবেগপ্রবণ আর ভালবাসার। আমার প্রিয় ছায়, তোমায় শুভেচ্ছা.. আর শোভিতা, আমাদের পরিবারে তোমায় স্বাগত। তুমি তো ইতিমধ্যেই আমাদের জীবনে প্রচুর খুশি, প্রচুর আনন্দ নিয়ে এসেছো। এই উদযাপনের তো বিশেষ অর্থ রয়েছে। এটা আমার বাবার শতবর্ষ পূরণের বছর। সবার আশীর্বাদ নিয়েই আজকের উদযাপন। আশা করছি ওদের ভালবাসা জীবনের প্রত্যেক পদে একই রকম থাকবে বরং আরও বাড়বে। ওদের আশীর্বাদ করার জন্য, ভালবাসার জন্য সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।'


 






আরও পড়ুন: Aishwarya and Abhishek: বিচ্ছেদের গুঞ্জন অতীত! দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন অভিষেক-ঐশ্বর্য্য?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।