Aishwarya and Abhishek: বিচ্ছেদের গুঞ্জন অতীত! দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন অভিষেক-ঐশ্বর্য্য?

Aishwarya and Abhishek News: গুঞ্জনের শুরুটা হয়েছিল একটি বিবাহের অনুষ্ঠান থেকেই। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন অভিষেক ও ঐশ্বর্য্য।

Continues below advertisement

কলকাতা: তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে যাচ্ছে? সেই গুঞ্জনে সদ্য জল ঢেলেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) নিজেই। সদ্যই একটি বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে একসঙ্গে ছবি তুলেছেন তাঁরা। আর সেখানেই যেন নস্য়াৎ হয়ে গিয়েছে সমস্ত বিয়ে ভাঙার গুঞ্জন। বোঝাই যাচ্ছে, এই সমস্ত গুঞ্জন, কথাবার্তা সবই রটনা। একসঙ্গেই রয়েছেন তাঁরা। আর এবার কি ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে চলেছেন অভিষেক? 

Continues below advertisement

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ক্লিপিংসটি। ২০২২ সালের একটি ক্লিপিংস এটি। এখানে রীতেশ দেশমুখের একটি টক শো-এর অতিথি হয়ে গিয়েছিলেন অভিষেক। রীতেশ সেই শো-এ জানতে চান, 'আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বর্যা, আরাধ্যা, অভিষেকের নাম ইংরাজী ‘এ’ দিয়ে শুরু, শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া।' তাতেই অভিষেক বলেন, 'এটাই যেন প্রথা হয়ে গিয়েছে।' অভিষেককে রিতেশ প্রশ্ন করেন ,'জয়া আন্টি কোনও দোষ করেছিলেন।' অভিষেক বলেন, 'পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো এই রীতি বদল হবে।' রিতেশ পাল্টা জানতে চান, 'তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে?' অভিষেক প্রশ্ন শুনেই লাজুক হাসেন বলেন, 'বয়সটা তো দেখতে হবে নাকি।'

গুঞ্জনের শুরুটা হয়েছিল একটি বিবাহের অনুষ্ঠান থেকেই। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন অভিষেক ও ঐশ্বর্য্য। এর আগেও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছিলই। তবে এই আলাদা আসা যেন অগ্নিতে ঘৃতাহুতি করেছিল। অনেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিলেন, আর একসঙ্গে, এক ছাদের তলায় থাকছেন না অভিষেক ও ঐশ্বর্য্য। আলাদাভাবেই থাকছেন তাঁরা। মায়ের সঙ্গে থাকছেন আরাধ্যা। অন্যদিকে অভিষেক থাকছেন বাবা-মায়ের সঙ্গে। 

এই ঘটনার পর থেকেই বদলে যায় পরিস্থিতি। যেমন ঘটা করে মেয়ের জন্মদিন উদযাপন করেছিলেন ঐশ্বর্য্য রাই। সেই পার্টিতে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন বা পরিবারের অন্যান্য সদস্যদেরও। কেবল দেখা গিয়েছিল ঐশ্বর্য্যের মা ও তাঁর পরিবারের সদস্যদের। সোশ্যাল মিডিয়াতেও কোনও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাননি অভিষেক বা অমিতাভ কেউই। আবার ঐশ্বর্য্যের জন্মদিনে একই ঘটনা পুনরাবৃত্তি। বচ্চন পরিবারের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল না কোনও শুভেচ্ছাবার্তা। নিজের মতো করেই জন্মদিনটা কাটিয়েছিলেন ঐশ্বর্য্য। 

তবে এবার, সেই জল্পনায় জল পড়ল আরও এক বিয়ে বাড়িতেই। সদ্য মুম্বইয়ের একটি বিবাহ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল অভিষেক ও ঐশ্বর্য্যকে। রঙমিলান্তি করে দুজনেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে ছিলেন ঐশ্বর্য্যের মা বৃন্দা রাই। এদিন অভিষেক ও ঐশ্বর্য্যকে সবার সঙ্গে একসঙ্গে পোজ দিতেও দেখা যায় ক্যামেরার সামনে। আর এবার, প্রকাশ্যে এল নতুন এই ভিডিও যা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'আমাদের সন্তানকে একটু সুস্থ পরিবেশে বড় হতে দিন', আর্জি কাঞ্চন-শ্রীময়ীর

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola