মুম্বই: সদ্যই নিজের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Prabhu)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে তিনি জানিয়েছেন যে, তিনি এক বিরল রোগে আক্রান্ত। মায়োসাইটিস (Myositis) নামে এক রোগের শিকার হয়েছেন তিনি। আর ডাক্তারেরা তাঁরা জানিয়েছেন যে, তিনি দ্রুত সেরে উঠবেন।
শারীরিক অবস্থা জানিয়ে সামান্থার প্রভুর পোস্ট-
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা প্রভু। তিনি নিজের মুখ দেখাননি। তাঁর হাতে লক্ষ্য করা যাচ্ছিল নল লাগানো রয়েছে। দুটো হাত দিয়ে তিনি হৃদয়ের চিহ্ন দেখিয়েছেন। ছবি পোস্ট করে সামান্থা প্রভু লেখেন, 'যশোধরার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে আমি আপ্লুত। আমি আমার সমস্ত ভালো এবং খারাপ দিক সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনারাও আমাকে ভালোবাসা দেন। যা আমাকে এগিয়ে চলার পথে শক্তি জোগায়। যেকোনও কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। আজ তেমনই এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছি আমি। গত কয়েক মাস আগে আমার অটো ইমিউন সমস্যা ধরা পড়ে। এই রোগের নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সেরে উঠে খবরটা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু বুঝতে পারছি, সেরে উঠতে এখনও অনেক দিন সময় লাগবে। ধীরে ধীরে অনুভব করেছি যে, সবকিছু সবসময় শক্তির সঙ্গে দেখার দরকার নেই। বরং, এটা মেনে নিতে বাধ্য হচ্ছি যে, আমি নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ডাক্তাররা জানিয়েছেন যে, আমি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবো। আমি যেমন ভালো দিন কাটিয়েছি, তেমন খারাপ দিনও। শারীরিকভাবে এবং আবেগের দিক থেকেও। কখনও মনে হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। সকলের জন্য অনেক ভালোবাসা।' সামান্থার এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর দ্রুত সুস্থতা কামনায় পোস্ট করতে থাকেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা।
কী এই মায়োসাইটিস?
মায়োসাইটিস এক ধরনের বিরল রোগ। যা পেশিতে দেখা দেয়। পেশিতে প্রদাহর সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। চিকিতসকেরা জানান, মায়োসাইটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত স্বাস্থ্যকর পেশিগুলিকে আক্রমণ করতে থাকে। আর এর ফলে ব্যথা, যন্ত্রণা, দুর্বলভাব, প্রদাহ দেখা দেয়।
আরও পড়ুন - Amitabh Bachchan: বিয়ের আগে জয়াকে কোন শর্ত দিয়েছিলেন অমিতাভ?
কী কারণে দেখা দেয় মায়োসাইটিস?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরের শ্বেত রক্ত কণিকাগুলির কাজ নানারকম ব্যাকটেরিয়া, ভাইরাসের হাত থেকে অ্যান্টিজেনগুলিকে বাঁচানো। কিন্তু মায়োসাইটিস রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্টো কাজ করতে শুরু করে। আর তার ফলেই পেশিতে যন্ত্রণা এবং আরও নানা সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি তাঁরা আরও জানাচ্ছেন যে, মায়োসাইটিস রোগের সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। রক্ত পরীক্ষা, বায়োপসি, এমআরআই স্ক্যান, ইলেক্ট্রোমায়োগ্রাফির মাধ্যমে এই রোগ ধরা পড়ে।
কীভাবে সারানো যায় মায়োসাইটিস ?
জানা যাচ্ছে, ব্যায়াম, ফিজিওথেরাপি, স্টেরয়েড, বায়োলজিক থেরাপির মাধ্যমে মায়োসাইটিস সারানো সম্ভব।