কলকাতা: তাঁদের প্রেম ছিল। বিবাহ ও করেছিলেন তাঁরা। আর সেই প্রেমের জন্যই হাতে একই রকম ট্যাটু এঁকেছিলেন তাঁরা। একটা সময়ে তাঁদের প্রেম ছিল রূপকথার মতো। কিন্তু তাঁদের বিবাহ শেষ হয়েছে তীক্ততায়। তাঁদের বিবাহের চার বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকটা দিন আগেই বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। আর বিচ্ছেদ ঘোষণা করার পরেই জীবন থেকে প্রাক্তন স্বামীর সমস্ত চিহ্ন মুছে ফেলতে চেয়েছেন তিনি। কারা এই প্রাক্তন জুটি? সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ও নাগা চৈতন্য (Naga Chaitanya)। আর এবার, নাগা চৈতন্যের সঙ্গে মেলানো ট্যাটু নিয়ে নতুন পদক্ষেপ নিলেন সামান্থা।
সোশ্যাল মিডিয়ায় সদ্য একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সামান্থা। প্রত্যেকটা ছবিই তাঁর কাজের। কখনও আবার একান্তে প্রিয় খাবারে মজে তিনি। আর সোশ্যাল মিডিয়ায় সামান্থার এই ছবি দেখে অনুরাগীদের চোখ গিয়েছে অন্যদিকে। সামান্থার হাতের ট্যাটুর দিকে। হাতের কবজিতে সামান্থার যে ট্যাটু ছিল, তা অনেকটাই মিলিয়ে গিয়েছে। সামান্থার তাকে দুটি তীরচিহ্নের ট্যাটু ছিল। এই ট্যাটুর অর্থ হল সুন্দর একটা বন্ধন। অন্যদিকে নাগা চৈতন্যের হাতেও ছিল সেই একই ট্যাটু। সামান্থা ও নাগা যে সুন্দর সম্পর্ক শেয়ার করতেন, সেই সম্পর্ককেই ফুটিয়ে তুলেছিল সেই ট্যাটু। কিন্তু নাগার সেই চিহ্ন কী এবার মুছে ফেলতে চাইছেন সামান্থা? নেটিজেনরা মনে করছেন, তিনি সম্ভবত ট্যাটু মুছে ফেলার পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণে তাঁর ট্যাটু অনেকটাই হালকা। আগামী কিছু দিনে হয়তো তা মুছেও যাবে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'হে ভগবান, কখনও নিজের সঙ্গীর নামে ট্যাটু করানো উচিত নয়। কারণ যখন বিচ্ছেদ হয় আর এই ট্যাটু মুছে ফেলতে হয়... সেটা হয়ে দাঁড়ায় ভীষণ বেদনাদায়ক।
তবে এই প্রথম নয় এর আগেও নাগার সঙ্গে বিয়ের ওয়েডিং গাউন ও বিয়ের আংটিকে অন্যভাবে ব্যবহার করে ফেলেছেন সামান্থা। তাঁর সঙ্গে কারও প্রেমের গুঞ্জন শোনা যায় নি। তবে ফের বিয়ে করেছেন নাগা চৈতন্য। শোভিতা ধুলিপালার সঙ্গে তিনি এখন নতুন সম্পর্কে আবদ্ধ।
আরও পড়ুন: A R Rahman Health Update: রমজানের উপবাস, তার ওপর লম্বা সফর করেই অসুস্থ এ আর রহমান! ফিরছেন বাড়িতে