কলকাতা: সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের কথা কারোও অজানা নয়। এই সেলিব্রিটি কাপল নিজেরাই সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্টের মাধ্য়মে প্রকাশ্য়ে এনেছিল এই খবর। আর এবার প্রকাশ্য়ে এল নয়া তথ্য়। সামান্থা সম্প্রতি জানালেন, তাঁর পরিবার , শুভাকাঙ্ক্ষীরা, বন্ধুবান্ধব সবাই তাঁকে 'পুষ্পা'-র আইটেম গান 'ও আন্তাভা'য় পারর্ফম করতে বারণ করেছিল। কারণ নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের কথা চলাকালীনই তাঁর কাছে এই গানের অফার আসে। কিন্তু এই কাজটা তিনি একপ্রকার সবার অমতেই করেছিলেন।  


এই প্রসঙ্গে সামান্থা আরও বলেন,'ডির্ভোস কোনও লুকোনোর মত বিষয় নয়, আমি শুধু ভাবছিলাম আমি কেন লুকিয়ে থাকব,আমি কিছু ভুল করিনি। আমি সমস্ত ট্রোলিং, নেতিবাচকতা থেকে দূরে চলে যাওয়ার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম। আমি এই বিয়েতে নিজের ১০০ শতাংশ দিয়েছি। কিন্তু কোনও কারণে বিয়েটা টেকেনি। আমি নিজেকে মারতেও চেয়েছিলাম।'


 'ও আন্তাভা' প্রসঙ্গে সামান্থা জানান, 'আমার গানটির কথা পছন্দ হয়েছে, এটা অন্য় গানের মত নয়, এই গানে বিশেষ বার্তা আছে। যা আমাকে প্রভাবিত করেছে।'


আরও পড়ুন...


Tiger vs Pathaan: কবে থেকে শুরু হচ্ছে 'টাইগার ভার্সেস পাঠান'-এর শ্য়ুটিং?


সম্প্রতি, অ্যামাজন প্রাইমের সিরিজ় ‘সিটাডেল’-এর শ্য়ুটিং চলাকালীন একটি অ্যাকশন সিকোয়েন্সের সময় ঘুষি মারার দৃশ্য চলাকালীন আহত হয়েছিলেন সামান্থা। ক্ষত বিক্ষত হয়ে যায় তাঁর হাত। আর সেই ছবিই নিজের ইন্সটা প্রোফাইলে শেয়ার করে নিয়েছিলেন সামান্থা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "অ্যাকশনের সুবিধা।" মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। অভিনেত্রীর সুস্থতার কামনাও করেন তাঁর ভক্তরা।


প্রসঙ্গত ‘সিটাডেল’ একটি হলিউড টেলিভিশন সিরিজ (Television Series)। এর হিন্দি সংস্করণে সামান্থার (Samantha Ruth Prabhu) বিপরীতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। ‘ফ্যামিলি ম্যান’-এর পর পরিচালক রাজ ও ডিকে-র সঙ্গে এটি সামান্থার (Samantha Ruth Prabhu) দ্বিতীয় কাজ। বলিউড সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ছাড়াও ‘সিটাডেল’ সিরিজের শুটিং হবে ইটালিতে। তবে এই সিরিজের মুক্তি কবে তাএখনও প্রকাশ্যে আসেনি।


অন্যদিকে, সামান্থা (Samantha Ruth Prabhu) এইমুহূর্তে একজন অন্য়তম ব্য়স্ত অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে ‘শকুন্তলম’-এর মত বিগ বাজেট ছবি। ছবিটি  ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও এটি ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কোনও কারণে, ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী তেলেগু, হিন্দি এবং তামিল ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।