কলকাতা: বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। গড়েছিল নতুন রেকর্ড। আর বছরটা শেষ হতে চললেও, এই সংলাপ ভুলতে পারেননি কেউই, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল। আর এবার, সেই সংলাপ নিয়েই শাহরুখকে বিঁধলেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। কে এই সমীর ওয়াংখেড়ে? এঁর হাতেই মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান। 


'জওয়ান'-এর এই সংলাপ প্রকাশ্যে আসার পরেই অনেকেই মনে করেন, শাহরুখের এই সংলাপ বিশেষ উদ্দেশ্য নিয়েই ছবিতে রাখা। তার কারণ, সেই সময়ে সদ্য সদ্যই ঘটে গিয়েছে আরিয়ান খানের ঘটনা। মুম্বইয়ের একটি ক্রুজ থেকে নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে অন্যানদের সঙ্গে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান। সেই অভিযান চালিয়েছিলেন তদকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। তবে হাজতবাসের পরেও শাহরুখ পুত্রের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কার্যত বিনা দোষেই তাঁকে, কেবল সন্দেহের বশে গ্রেফতার করা হয়েছিল এমনটাই মনে করেন অনেকে। পাল্টা এই গ্রেফতারি নিয়ে বিতর্কে জড়িয়েছেন সমীর ওয়াংখেড়ে। হারিয়েছেন পদও। আর এবার, 'জওয়ান' ছবির এই সংলাপকে 'সস্তার প্রচার' বলে বিঁধলেন সমীর। 


সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখের প্রংসঙ্গ উঠলে সমীর ওয়াংখেড়ে বলেন। তিনি শুধু শুধু কারও নাম নিয়ে কাউকে জনপ্রিয়তা দিতে চান না। অন্যদিকে অনেকেই মনে করেন, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' -এই সংলাপ সমীর ওয়াংখেড়েকেই উদ্দেশ্য করে বলা। এই কথার উত্তর দিতে গিয়ে সমীর ওয়াংখেড়ে বলেন, 'এ সব বাবা-ছেলে নিয়ে সংলাপ খুব সস্তা শোনায়। একেবারে যেন রাস্তার ধারের কথাবার্তা। আমি এ ধরনের সংলাপের জবাব দিতে চাই না।'


এর আগে অভিযোগ উঠেছিল, আরিয়ানের মুক্তির বিনিময়ে শাহরুখের কাছ থেকে নাকি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইডি বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা এমপএলএ)-এ সমীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার পর আরিয়ানের জীবন যেমন বদলেছে, তেমনই বদলেছে সমীরের জীবনও। বর্তমানে আর পুরনো সেই কথা নিয়ে কথা বলতে নারাজ সমীর


আরও পড়ুন: Anushka on Ashwin: আচমকা অবসর ঘোষণা রবিচন্দ্রন অশ্বিনের, সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখলেন...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।