মুম্বই: সম্প্রতি অভিনেত্রী সানা খানের বিয়ের ছবি ভাইরাল হয়েছিল। আর এবার প্রকাশিত হল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে স্বামী আনস সইদের পাশে বসে গাড়িতে যাচ্ছেন তিনি।গাড়ি চালাচ্ছেন স্বামী। ভিডিওটি নিজেই তুলেছেন সানা। তাঁকে একটি ট্র্যাডিশনাল আউটফিটে দেখতে পাওয়া গিয়েছে। নীল কুর্তা পরিহিত অবস্থায় দেখা গিয়েছে অনসকে। মুখে ছিল মাস্ক এবং মাথায় ফেজ টুপি।স্বামীর সঙ্গে সানা-র এই ড্রাইভে যাওয়ার ভিডিওটি রীতিমতো ভাইরাল। শানা-র ফ্যানরা অনেকেই এই ভিডিও দেখেছেন এবং মন্তব্য করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।



বিয়ের পরে শানা সোশ্যাল মিডিয়ায় নিজের নাম পরিবর্তন করে রেখেছন সইদ সানা খান। জানা গিয়েছে, রিয়্যালিটি শো বিগ-বস-এর ষষ্ঠ সিজনে সানা যখন অংশ নেন, তখন সহ-প্রতিযোগী আজাজ খানের সূত্রে আলাপ হয় আনস-এর সঙ্গে। ধর্মগুরু আনসের সঙ্গে সেই থেকে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে চলেন সানা।

আনসের সঙ্গে দেখা হওয়ার আগে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্ক ছিল সানা-র। অভিনেত্রীর বক্তব্য মেলভিন তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন, এবং সেটা উপলব্ধি করার পরই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।বিয়ের দিন কয়েক আগে সানা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দেন যে তিনি শো-বিজ ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এরপর থেকে জগতের সৃষ্টিকর্তা-র দেখানো পথেই জীবন কাটাতে চান। প্রসঙ্গত, ওয়াজা তুম হো, জয় হো-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন সানা। এছাড়া বিগ বস-৬, ঝলক দিখলা যা, কমেডি নাইটস বাচাও, এন্টারটেইনমেন্ট কি রাত, কিচেন কম্প্যানিয়ান-সহ অনেকগুলি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাঁকে।