মুম্বই: বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক ছবি। সেই আবহে বলিউডের সঙ্কট আরও বাড়িয়ে তুলছে পারস্পরিক বিরোধ। ‘Hera Pheri 3’ নিয়ে পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে দ্বন্দ্ব চলছেই। সেই আবহেই এক নায়িকার বিরুদ্ধে প্রকাশ্যে ফুঁসে উঠলেন পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা। সরাসরি নাম না করলেও, ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য সন্দীপ আসলে দীপিকা পাড়ুকোনকে নিশানা করেছেন বলে জোর জল্পনা। (Sandeep Reddy Vanga)
‘Kabir Singh’, ‘Animal’ খ্যাত সন্দীপ এই মুহূর্তে ‘Spirit’ ছবির কাজ নিয়ে নিয়ে ব্যস্ত। দক্ষিণের তারকা প্রভাস মুখ্যচরিত্রে রয়েছেন ছবিতে। ওই ছবিতে কাজ করার কথা ছিল দীপিকার। এই মুহূর্তে ‘Spirit’ ছবিটি। কিন্তু কিছু বিষয় নিয়ে মতপার্থক্যের জেরে দীপিকা ছবি থেকে বেরিয়ে গিয়েছেন বলে খবর আসে। দীপিকার পরিবর্তে ছবিতে তৃপ্তি দিমরিকে নেওয়া হচ্ছে বলে জানা যায় সম্প্রতিই। (Deepika Padukone)
সন্দীপের ছবির বিষয়বস্তু নিয়ে বরাবরই বিতর্ক। নিজের ছবিতে নারীচরিত্রকে তিনি খাটো করে দেখান, পিতৃতন্ত্রের জয়গান করেন, গার্হস্থ্য হিংসার মহিমাকীর্তন করেন বলে অভিযোগ রয়েছে আগে থেকেই। তাই ঘোষিত ভাবে নারীবাদী, দীপিকা কী কারণে ছবি থেকে বেরিয়ে গেলেন, সেই নিয়ে কিছু দিন ধরেই জল্পনা চলছিল। আর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সন্দীপ।
মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ মুখ খুলেছেন সন্দীপ। কারও নাম না করে তিনি লেখেন, ‘কোনও অভিনেতাকে যখন গল্প শোনাই, তাঁকে ১০০ শতাংশ বিশ্বাস করি। অব্যক্ত NDA চুক্তি (কিছু ফাঁস না করার) থাকে আমাদের মধ্যে। কিন্তু এটা করে তুমি নিজের চরিত্র বুঝিয়ে দিলে। বয়সে ছোট শিল্পীকে অপমান করছো, আমার গল্পও ফাঁস করে দিচ্ছো? এই তোমার নারীবাদ? চিত্রনির্মাতা হিসেবে বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছি, নিজের শিল্পকে এই জায়গায় এনেছি আজ, আমার জন্য ছবিই সবকিছু। তুমি ছবি পাওনি। পাবেও না। কখনও পাবে না’।
সন্দীপ আরও লেখেন, ‘এক কাজ কোরো, পরের বার গোটা কাহিনি বোলো। আমার কিছু যায় আসে না। PR-এর নোংরা খেলা। একটা প্রবাদ খুব ভাল লাগে আমার :-) ক্রোধে বাঁশ আঁচড়া বিড়াল’। সন্দীপ সরাসরি নাম না নিলেও, তাঁর এই পোস্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি দীপিকার PR টিম তৃপ্তিকে নিয়ে গুজব ছড়াচ্ছে, সন্দীপের ছবির ফাঁস দেওয়া হচ্ছে? কিন্তু দীপিকা এবং তাঁর টিম নীরব। সরাসরি নাম নিচ্ছেন না সন্দীপও।
মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে 'Spirit'-এর মাধ্যমেই দীপিকা বড়পর্দায় ফিরবেন বলে ঠিক ছিল। প্রভাসের বিপরীতে কাজ করতে তিনি মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলেও জানা যায়। কিন্তু বেশ কিছু দিন ধরেই সন্দীপের সঙ্গে দীপিকার মতপার্থক্যের খবর আসছিল। শোনা যাচ্ছিল, বেশ কিছু দৃশ্য, শ্যুটিংয়ের সময়, পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে একমত হতে পারছেন না তাঁরা। ছবি ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে দীপিকা নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। সরাসরি তাঁর নাম নিয়ে ওই পোস্ট করেননি সন্দীপও। কিন্তু দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন মায়ানগরীর লোকজন।