কলকাতা: ২৬ ফেব্রুয়ারি মানেই তাঁর কাছে সব দোষ মাফ করার দিন। কারণ সেদিন যে তাঁদের বিয়ের জন্মদিন (Wedding Anniversary) বলে কথা। এমনটাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন 'মীরাক্কেল' খ্যাত সঙ্গীত তিওয়ারি (Sangit Tewari)।


২৬ ফেব্রুয়ারি, রাত ১২টা বাজতেই ফেসবুকে আদুরে পোস্ট। বছর দুই আগে, এই দিনেই যে স্ত্রী অভিনেত্রী সঞ্চারী মণ্ডলের (Sanchari Mondal) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সঙ্গীত। 


টেবিলে কেক, গোলাপ, শ্যাম্পেন। সেই সঙ্গে মজার এক্সপ্রেশনে সেলফি পোস্ট। স্বামী স্ত্রী দু'জনেই এই বিশেষ দিনে বেছে নিয়েছিলেন লাল রঙের পোশাক। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আজ 26শে ফেব্রুয়ারি। সব দোষ মাফ করার দিন। সারা বছর ধরে করা আমাদের সব ভুল-ত্রুটি মুছে ফেলে আবার নতুন করে শুরু করার দিন। আজ থেকে ঠিক 2 বছর আগে যারা একসাথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিল, তাদের আজ সংসারের জন্মদিন। তাদের একসাথে দেখা স্বপ্নের জন্মদিন। তাদের একসাথে আরো একশো বছর বেঁচে থাকার দিন। Husband Vs Wife এর আরও অনেক মিষ্টি লড়াই জারি রাখার দিন। আজ একটি ছেলে ও একটি মেয়ে'র স্বামী-স্ত্রী হয়ে ওঠার দিন। আজ 26শে ফেব্রুয়ারি, সঙ্গীত তিওয়ারি  এবং সঞ্চারী মণ্ডলের বিয়ের দ্বিতীয় জন্মদিন।' (অপরিবর্তিত)


 



বিভিন্ন বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ সঞ্চারী। অন্যদিকে 'মীরাক্কেল'-এর প্রতিযোগী থেকে মেন্টর হয়ে এখন বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীত।


'দাদাগিরি', 'ডান্স বাংলা ডান্স' - এর মত শো-তে ক্যামেরার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সঙ্গীত। কেমন ছিল সেই অভিজ্ঞতা? এবিপি লাইভকে সঙ্গীত বলেছিলেন, 'আমি আদর্শ ব্যাপারটায় খুব একটা বিশ্বাস করি না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য। ওঁর থেকে প্রত্যেক মুহূর্তে অনেক কিছু শেখার আছে। ওঁর অনেক ছোট ছোট কথাও আমায় প্রেরণা দিয়েছে। দেব, সায়ন্তিকা সবার সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে আমার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাটানো একাধিক স্মরণীয় মুহূর্তও রয়েছে।' 


সঙ্গীত-সঞ্চারীর সংসারের দ্বিতীয় জন্মদিনে রইল শুভেচ্ছা।


আরও পড়ুন: Devlina Kumar: বন্ধু ইমনের চ্যালেঞ্জ নিয়ে 'বালা নাচো তো দেখি' গানে পা মেলালেন দেবলীনা