কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র বায়োপিকের চর্চার মধ্যেই কিংবদন্তি টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza)-র বায়োপিক নিয়ে চর্চা? এর আগে, সাইনা নেহওয়ালের বায়োপিক হয়েছে। সেই ভূমিকায় অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তবে সানিয়া মির্জার বায়োপিক হলে, তাঁর চরিত্রে অভিনয় করবেন কোন নায়িকা? সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে, নিজের বায়োপিক নিয়ে মুখ খুললেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। 


সদ্য কপিল শর্মার শো-তে এসে সানিয়া যা বলেছেন, তাই এখন চর্চায়। সানিয়া তাঁর শো-তে আসায় কপিল শর্মা বলছিলেন, একবার তাঁর শো-তে এসে খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) বলেছিলেন, 'কখনও সানিয়া মির্জার জীবন নিয়ে বায়োপিক হতে, তিনি সানিয়ার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চাইবেন।' সেই কথা কপিল উল্লেখ করতেই হেসে ফেলেন সানিয়া। 


সানিয়া তাঁর দীর্ঘ বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসেছেন। শোয়েব মালিকের সঙ্গে দীর্ঘ বৈবাহিক সম্পর্ক ছিল তাঁর, রয়েছে এক পুত্রও। কিন্তু বর্তমানে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন সানিয়া আর শোয়েব দুজনেই। আপাতত ছেলেকে নিয়েই একা থাকেন সানিয়া। কপিলের এই প্রশ্ন শুনে সানিয়া বলেন, 'আমার চরিত্রটা কে করবেন? প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র আর কোনও বোন রয়েছেন কি?' তারপরে হেসে বলেন, 'নাহ.. অনেক গুণী অভিনেত্রীই রয়েছেন আমাদের দেশে। বা হয়তো আমি নিজেই নিজের চরিত্রে অভিনয় করব। তবে তার কিছু শর্ত রয়েছে।'


সানিয়া আরও বলেন, 'আমি নিজের বায়োপিক করতে তখনই রাজি হব, যদি শাহরুখজি নিজে এই ছবিটার সঙ্গে যুক্ত থাকেন। শুধু তাই নয়.. আমি চাই এই ছবিটার সঙ্গে অক্ষয় কুমার (Akshay Kumar)-ও থাকুন। তাহলে আমি নিজে, নিজের চরিত্রে এই ছবিতে অভিনয় করতে রাজি।' তবে এখানেই শেষ। সত্যিই সানিয়ার মির্জার বায়োপিক নিয়ে কোনও পরিচালক বা প্রযোজক ভাবনাচিন্তা করছেন কি না.. সেই খবর এখনও পর্যন্ত জানা যায়নি। 


 






আরও পড়ুন: Rituparna Sengupta: অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের পরে লস অ্যাঞ্জেলসে পাড়ি 'দাবাড়ু'-র, উচ্ছ্বসিত ঋতুপর্ণা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।