সম্প্রতি আরও একটি ছবি শেয়ার করলেন দিল বেচারার কিজি। দেখা যাচ্ছে, তাঁর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ম্যানি ওরফে সুশান্ত। সঞ্জনা লিখেছেন, দিল বেচারা-র 'তারে গিন' গানটির শ্যুটিংয়ের সময় শুটিংয়ের ফাঁকে ছোট্ট বিশ্রাম নিচ্ছেন সুশান্ত। তখন ভোর রাত। ঘড়ির কাঁটা ৪.৩০টে। পরপর টেক দিয়ে ক্লান্ত শরীরটাকে একটি বিশ্রাম দেওয়া আর কী। সঙ্গে সঞ্জনা হ্যাশট্যাগে লেখেন, সেটের কিছু প্রিয় মুহূর্ত - #FavouriteMomentsFromSet
'দিল বেচারা' মুক্তির দিন সঞ্জনা প্রয়াত অভিনেতার উদ্দেশে লেখেন, 'অবিশ্বাস্য কঠিন পথে চলার শক্তি জোগানোর জন্য ধন্যবাদ। প্রতি ক্ষণে সেই শক্তি আমি অনুভব করি। কালো মেঘের মাঝে এগুলোই রুপোলি রেখা। '
এর আগে সঞ্জনা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্যারিসে শ্যুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন।
সঞ্জনা বিভিন্ন পোস্টে বুঝিয়ে দেন তাঁর সঙ্গে সুশান্তের সম্পর্কটা ছিল সুন্দর বন্ধুত্বের। নবাগতা সঞ্জনাকে নানাভাবে উৎসাহিত করতেন সুশান্ত। বলতেন, 'আরে রকস্টার, এত ভাল অভিনয় কেউ করে নাকি!'
এছাড়াও সুশান্তের বিরুদ্ধে সঞ্জনার 'মি টু' অভিযোগ নিয়ে কথা উঠলে পুরোপুরি উড়িয়ে দেন তিনি। বলেন, ২০১৮ সালে এই সব খবর প্রকাশিত হওয়ার পর কতটা খারাপ লেগেছিল দুজনেরই। যদিও একে অপরকে এতটাই ভাল বুঝতেন, কোনও খবর তাঁদের মাঝে দেওয়াল তুলতে পারেনি।