মুম্বই: মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী মান্যতা, দুই বোন প্রিয়া ও নম্রতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাসপাতালের উদ্দেশে রওনা দেন সঞ্জয় দত্ত। তাঁর বাড়ির বাইরে অপেক্ষারত অসংখ্য পাপারাৎজি ফটোগ্রাফার, ভক্তদের উদ্দেশে সঞ্জুবাবা অনুরোধ করেন, আমার জন্য প্রার্থনা করুন।
প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তাঁর কোভিড টেস্টে রিপোর্ট নেগেটিভ আসে। শারীরিক অবস্থা খারাপের দিকে থাকলেও, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে সকলকে আশ্বাস দেন তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু পরে জানা যায়, করোনা নয়. আসলে ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়। ফুসফুসে। সেই থেকেই সঞ্জয় কেমন আছেন, তা নিয়ে ফ্যানরা গভীরভাবে চিন্তিত।মঙ্গলবার সঞ্জয় কোকিলাবেন ধীরুভাই ম্বানি হাসপাতালে রওনা হলেন। আর সকলকে অনুরোধ করে গেলেন তাঁর সুস্থতায় কামনায় প্রার্থনা করার জন্য। সঞ্জয়ের জীবন কখনোই খুব সহজে কাটেনি। খুব কম বয়সেই হারিয়েছিলেন মা-কে। একটা সময়ে মাদক আসক্ত হয়ে পড়েছিলেন। তারপর এক-৫৬ রাইফেল বাড়িতে রাখার অপরাধে টাডা আইনে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে তাঁকে। জীবনে নানা উত্থান-পতন দেখেছেন তিনি। তাঁর জীবনের ঘটনাবলী এতটাই বৈচিত্রপূর্ণ যে তাঁর জীবনের ভিত্তিতে রণবীর কাপুর অভিনীত ছবিও তৈরি হয়েছে। নানা কলঙ্ক, নানা অভিযোগ থাকলেও তাঁর ফ্যানরা পিছু ছাড়েননি। সেই ফ্যানদের কাছেই এবার তাঁর সুস্থতার প্রার্থনা করার জন্য অনুরোধ রাখলেন সঞ্জয় দত্ত।
চিকিত্সা হবে মুম্বইতেই, আমার জন্য প্রার্থনা করুন,আবেদন সঞ্জয় দত্ত-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 03:05 PM (IST)
Sanjay Dutt Undergoes Cancer Treatment: মঙ্গলবার সঞ্জয় কোকিলাবেন ধীরুভাই ম্বানি হাসপাতালে রওনা হলেন। আর সকলকে অনুরোধ করে গেলেন তাঁর সুস্থতায় কামনায় প্রার্থনা করার জন্য।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -