নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি কোনও বিদায়ী ম্যাচ ছাড়াই নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ জানাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুরোধ হয়তো ফেরাতে পারবেন না ধোনি।


একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমার মনে হয়, ধোনি টি-২০ বিশ্বকাপ খেলতেও পারে। ভারতে যেভাবে তারকাদের সমর্থন করা হয়, ভালবাসা প্রকাশ করা হয় এবং স্বীকৃতি জানানো হয়, তাতে ধোনিকে নিশ্চয়ই টি-২০ বিশ্বকাপের দলে রাখা হত। তবে অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর ব্যক্তিগত।’

শোয়েব আরও বলেছেন, ‘ধোনি সবকিছু জিতে নিয়েছে। রাঁচি থেকে উঠে আসা একজন সারা ভারতকে কাঁপিয়ে দিয়েছে। আর কী প্রয়োজন? দিনের শেষে পৃথিবী তোমাকে মনে রাখবে। ভারতের মতো দেশে ধোনিকে কোনওদিন ভুলে যেতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী হয়তো ওকে টি-২০ বিশ্বকাপ খেলার অনুরোধ জানাতে পারেন। তার সম্ভাবনা আছে। ১৯৮৭ সালের পর ইমরান খানকে ক্রিকেট ছেড়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন জেনারেল জিয়া-উল-হক। সে কথা শুনে তিনি খেলেওছিলেন। প্রধানমন্ত্রীকে না বলা যায় না। ধোনিকে বিদায়ী সংবর্ধনা দিতে তৈরি ভারত। ও সেটা চায় কি না বলতে পারব না, তবে সারা ভারত তৈরি আছে। ও যদি দু’টি টি-২০ ম্যাচ খেলে বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়ামের সব দর্শকাসন পূর্ণ হয়ে যাবে।’

গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে গিয়েছে। সেই ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। তিনি অবশ্য আইপিএল-এ খেলবেন। তবে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন।