মুম্বই: ‘মুন্না ভাই’ সিকোয়েলের দুটি সিনেমায় বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার সিকোয়েলের তৃতীয় সিনেমা হবে বলে শোনা যাচ্ছে। সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সঞ্জয় দত্ত। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সিনেমার শ্যুটিং শুরু হোক, এমনটাই প্রার্থনা করছি। তবে এই প্রশ্নের উত্তর জানেন ‘মুন্না ভাই’..সিরিজের পরিচালক মিস্টার রাজু হিরানি (রাজ কুমার হিরানি)।
রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগের খবরের পরিপ্রেক্ষিতে জল্পনা ছড়িয়েছে যে, তিনি ক্লিনচিট না পাওয়া পর্যন্ত ‘মুন্না ভাই ৩’ স্থগিত রাখা হয়েছে।
এ ধরনের জল্পনার মধ্যে একটি প্রশ্নের উত্তরে সঞ্জয় দত্ত বলেছেন, তিনি ওই সিনেমার শ্যুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্ত্রী মান্যতাকে নিয়ে বাবা সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন সঞ্জয়। অনুষ্ঠানে বাবা সিনেমার সহ-প্রযোজক অশোক সুভেদার, পরিচালক রাজ আর গুপ্তা এবং সিনেমার কলাকুশলী দীপক দোবরিয়াল, নন্দিতা পাটকর, আরয়ান মেঙ্ঘজি, চিত্তরঞ্জন গিরি, স্প্রুহা জোশি, অভিজিত খাণ্ডেকররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৯৮১ তে ‘রকি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সঞ্জয় দত্তর। এরপর থেকে ‘নাম’, ‘খলনায়ক’, ‘বাস্তব:দ্য রিয়েলিটি’, ‘মিশন কাশ্মীর’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘লগে রহো মুন্না ভাই’-এর মতো বহু স্মরণীয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কেরিয়ারের আগামী দিনে কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি, এই প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেছেন, এখন তো আর নায়িকাদের সঙ্গ গাছের ডাল ধরে ঝুলে রোমান্স করতে পারবেন না। বরং মেল গিবসন, ডেঞ্জেল ওয়াশিংটনের মতো অভিনেতা হলিউড সিনেমায় যে ধরনের চরিত্রে অভিনয় করেন, তেমন চরিত্রে অভিনয় করতে চান তিনি।
সঞ্জয় বলেছেন, রকি-র পর থেকে তাঁর দীর্ঘ যাত্রাপথটা খুবই আকর্ষীয়। ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি অনেক কিছুই শিখেছেন।