বিষয় মাধুরী দীক্ষিত, প্রশ্নের মাঝেই বেরিয়ে গেলেন সঞ্জয় দত্ত

Continues below advertisement
মুম্বই: খলনায়ক-এর সময় তাঁর ও মাধুরী দীক্ষিতের ‘প্রেম’ নিয়ে জল্পনা কম হয়নি। কিন্তু এখন বিয়ে টিয়ে করে পুরোপুরি সংসারী সঞ্জয় দত্ত। তাই কি শ্রীমতী নেনের নাম উচ্চারণেই তাঁর সাংসারিক জীবনে আগুন লাগতে পারে বলে ভয় পাচ্ছেন তিনি? গতকাল একটি ক্রিকেট ম্যাচে এক সাংবাদিক সঞ্জয়কে মাধুরী নিয়ে একটি প্রশ্ন করতে যান। মাধুরীর নাম শোনার সঙ্গে সঙ্গে প্রশ্নটি শেষ করতে না দিয়েই বেরিয়ে যান সঞ্জয়। এই প্রথম অবশ্য নয়, অল্পদিন আগে মাধুরীর সঙ্গে কাজের ব্যাপারেও চূড়ান্ত অনীহা দেখিয়েছেন মান্যতা দত্তের স্বামী। শ্রীদেবীর আচমকা মৃত্যুর পর তাঁর বড় মেয়ে জাহ্নবী ঘোষণা করেন, কর্ণ জোহরের যে ছবি তাঁর মায়ের করার কথা ছিল, তাতে তাঁর জায়গায় আসবেন মাধুরী। এরপরেই সঞ্জয় ওই ছবির কাজ ছেড়ে দিয়েছেন বলে খবর।
Continues below advertisement
Sponsored Links by Taboola