নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বেশ কিছু হিন্দি ছবিতে আইকনিক খলনায়ক (Iconic Villain) উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এবার তিনি পর্দায় ফিরছেন শুদ্ধ সিংহ হয়ে। মুক্তির অপেক্ষায় রণবীর কপূর (Ranbir Kapoor) ও সঞ্জয় দত্ত অভিনীত 'শামশেরা' (Shamshera)। ছবির যে ঝলক মিলেছে তাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন সঞ্জুবাবা। তবে একথা অনেকেই জানেন না যে এই ছবির শ্যুটিংয়ের সময় সঞ্জয় দত্ত লড়াই করছিলেন ক্যানসারের (battling Cancer) সঙ্গে। এবার সেই কথাই দর্শকের সামনে তুলে ধরলেন পরিচালক কর্ণ মলহোত্র (Karan Malhotra)।


সঞ্জয়ের নীরব লড়াই পরিচালকের কথায়


কর্ণ মলহোত্র 'শামশেরা' ছবির শ্যুটিং চলাকালীন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তা সত্ত্বেও তিনি যে ছবিতে নিজের সেরাটা দিয়েছেন তা বেশ বোঝা যাচ্ছে ছবির ট্রেলারেই। পরিচালকের কথায় এই সময়ে মুখ বুজে শুধু কাজ করে গেছেন সঞ্জয় দত্ত। হাজার কষ্ট হলেও মুখে আনেননি সেই কথা।


কর্ণ বলেন, 'সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়ার খবরটা আমাদের সবার মনে একটা বিরাট ধাক্কার মতো এসেছিল। এটা সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। তিনি এমনভাবে কথা বলছিলেন, আচরণ করছিলেন এবং কাজ করছিলেন যেন কিছুই হয়নি। সেই কারণেই বোধ হয় আজকে তাঁর জায়গাটা জয় করতে পেরেছেন তিনি। সঞ্জয় স্যার কিছুতেই কোনও জিনিসকে তার ভালটা ছিনিয়ে নিতে দেন না। সেটে তিনি সবার জন্য অনুপ্রেরণা।'


পরিচালকের কথায়, 'জীবনের এতগুলি বছর তাঁর নিপুণ কাজে দেওয়ার পরে, সঞ্জয় স্যার সামনে থেকে নেতৃত্ব দেন এবং তাঁর আচার-আচরণ আমাদের সবাইকে দেখায় যে কীভাবে সেটে নিজেকে পরিচালনা করতে হয়। তিনি এমন মনোভাব নিয়ে 'শামশেরা'র শ্যুটিং করতে গিয়েছিলেন যে তিনি জয় করতে পারবেন না এমন কিছু নেই। তিনি ব্যক্তিগতভাবে কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা তিনি কখনও উল্লেখ করেননি। সেটের আলোতেও মেজাজ ঠিক রেখেছিলেন।'


আরও পড়ুন: Liger Trailer: রিংয়ের ঘেরাটোপ থেকে ব্যক্তিগত জীবন, ট্রেলারে প্রকাশ্যে 'লাইগার'-এর গল্প


পরিচালক কর্ণ মলহোত্র বলেছেন, "শামশেরা" এমন একটি ছবি যা ভারতের ঐতিহ্য ও রীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ১৮০০-র প্রেক্ষাপটে তৈরি এই ছবির ক্ষেত্রে অ্যাকশন দৃশ্যগুলো যাতে সেই সময়ের মনে হয়, তা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা দর্শকদের নতুন কিছু দেখাতে চেয়েছি এবং সেটাই করার চেষ্টা করেছি। ছবিতে রণবীর হিন্দি ছবির হিরোর চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁকে বেশ কিছু দুর্দান্ত অ্যাকশন সিন করতে হয়েছে। তার মধ্যে একটি দৃশ্য কলরিপয়ট্টু দ্বারা অনুপ্রাণিত। তা ধুলোমাখা মাঠে শ্যুট করা হয়েছে।'