মুম্বই: সঞ্জয় দত্তের প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশলা নতুন বছর উপলক্ষ্যে দেশে ফিরেছেন। আমেরিকায় থাকা প্রবাসী মেয়ের সঙ্গেই এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন বাবা সঞ্জয়। তাঁর বর্তমান স্ত্রী মান্যতা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গোটা পরিবারের হাসিমুখ ছবি।

ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গোটা পরিবারের হাসিমুখ ছবি।

ছবিতে রয়েছেন সঞ্জয়-মান্যতা, ত্রিশলা ও সঞ্জয়-মান্যতার দুই ছেলেমেয়ে শাহরান ও ইকরা।

[embed]https://www.instagram.com/p/BdXCNrtD7-F/[/embed]

সঞ্জয়কে এবার দেখা যাবে সাহেব বিবি অওর গ্যাংস্টার ৩ ছবিতে। তাঁর বায়োপিকও এ বছরই মুক্তি পাওয়ার কথা।