সঞ্জু-র এই টিজারের নাম দেওয়া হয়েছে মুন্নাভাই ২.০। টিজারের আওয়াজ থেকে সেট- পর্দায় যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, সবই নেওয়া হয়েছে আসল মুন্নাভাই এমবিবিএস থেকে। শুধু এফেক্টের মাধ্যমে সঞ্জয়ের জায়গায় চলে এসেছেন রণবীর কপূর।
দেখুন টিজারটি
[embed]
সঞ্জু-র ট্রেলারও সুপারহিট। রণবীর ছাড়াও এতে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মা, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কৌশল, সোনম কপূর ও দিয়া মির্জাকে।
[embed]