১৯৫১ সালের ১৭ জানুয়ারি কলকাতার মধ্যবিত্ত পরিবারে জন্ম সন্তু মুখোপাধ্যায়ের। উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা ছেড়েছিলেন। গোপাল ভট্টাচার্যের কাছ থেকে নিয়েছিলেন নাচের পাঠ। শিখেছিলেন রবীন্দ্রসঙ্গীতও। ১৯৭৫-এ তপন সিনহার কাছে গিয়ে অভিনয় করতে চান। ফেরাননি প্রখ্যাত পরিচালক। ‘রাজা’ ছবিতে সুযোগ দেন। সেই থেকেই অভিনেতা হিসেবে যাত্রা শুরু সন্তু মুখোপাধ্যায়ের।
একই বছরের অভিনয় করেছেন তরুণ মজুমদারের ‘সংসার সীমান্তে’-ছবিতে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। তপন সিনহা, তরুণ মজুমদার ছাড়াও অভিনয় করেছেন সলিল সেন, সুখেন দাস, প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, গৌতম ঘোষের মতো পরিচালকের ছবিতে।
প্রয়াত অভিনেতার ছবির তালিকায় রয়েছে হারমোনিয়াম, গণদেবতা, দেবদাস, বিদ্রোহী, সন্ধ্যাতারা, খেলাঘর, কালবেলা, ভালবাসা ভালবাসা। উত্তমকুমারের পরিচালনায় কলঙ্কিণী কঙ্কাবতীতে হয়েছিলেন ‘রঘুবীর’। মঞ্চ ও টেলিভিশনেও নিজের অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন সন্তু মুখোপাধ্যায়। জন্মভূমি,ইষ্টি কুটুম, জল নূপুর, কুসুমদোলা, অন্দরমহলের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা। সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে স্বস্তিকাও সফল ও পরিচিত অভিনেত্রী।