মুম্বই: মধ্যপ্রদেশের চলতি রাজনৈতিক সঙ্কটের মধ্যেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মধ্যপ্রদেশে কংগ্রেসে ভাঙন ধরিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি, এহেন অভিযোগের মধ্যেই রাউত আজ বলেছেন, বিজেপি মহারাষ্ট্রেও সরকার তৈরির চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। এখানে এ জাতীয় কোনও অপারেশন সফল হবে না। এখানে অপারেশন থিয়েটারে আমাদের মতো সার্জনরা বসে আছে। এখানে কেউ ওসব করতে এলে উল্টে তাঁরই অস্ত্রোপচার হয়ে যাবে!
পাশাপাশি মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙনের জন্য সরাসরি বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে তিনি বলেন, এটা ঠিক যে, মধ্যপ্রদেশে রাজনৈতিক জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে, কিন্তু সেজন্য বিজেপির হাত আছে বলে মনে হয় না। কংগ্রেসের ভিতরেই অসন্তোষ আছে। তা সামলানোর দায়িত্ব দলের সিনিয়র নেতাদের। সিন্ধিয়াজির ক্ষমতাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। একসঙ্গে ২২ জন বিধায়ক তাঁকে অনুসরণ করেছে মানে তাঁর প্রভাব, ক্ষমতা আছে। সুতরাং কোনও চাণক্য়েরই এজন্য কৃতিত্ব পাওয়ার কথা নয়। এটা কংগ্রেসের ভুল পরিচালনার ফল।



এর আগে ট্যুইটেও রাউত বলেন, মহারাষ্ট্রের ক্ষমতা অন্যরকম। ১০০ দিন আগে একটা অপারেশন ভেস্তে দেওয়া হয়েছে। তারপর মহারাষ্ট্র বিকাশ আঘাদি বাইপাস অপারেশন করে মহারাষ্ট্রকে রক্ষা করেছে। মধ্যপ্রদেশের ভাইরাস মহারাষ্ট্রে ঢুকতে পারবে না। চিন্তার কিছু নেই।
প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভা ভোটে শিবসেনা বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ে, তা সংখ্যাগরিষ্ঠতাও পায়। কিন্তু মুখ্যমন্ত্রী পদ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রক বন্টনের প্রশ্নে বিরোধের জেরে জোট ভেঙে যায়। শিবসেনা কংগ্রেস, এনসিপির হাত ধরে সরকার গড়ে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে তিনদলের জোট ক্ষমতায় আসে।