সেলুন-সেশনের পর ক্যামেরায় ধরা পড়ল সারা আলি খানের ছবি
আগামী ২৮ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে। (ছবি-মানব মঙ্গলানি)
এই অবস্থায় সিম্বা-ই সম্ভবত সারার প্রথম ছবি হতে চলেছে। (ছবি-মানব মঙ্গলানি)
কেদারনাথ কবে মুক্তি পাবে, তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। (ছবি-মানব মঙ্গলানি)
আসলে কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল সারার। কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে এই সিনেমার মুক্তি বিলম্বিত হয়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
সিম্বা-য় তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিংহ। (ছবি-মানব মঙ্গলানি)
রোহিত শেঠ্ঠি পরিচালিত সিম্বা সিনেমায় দেখা যাবে তাঁকে। (ছবি-মানব মঙ্গলানি)
খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন সারা। (ছবি-মানব মঙ্গলানি)
রাখীবন্ধন উত্সবে তাঁর দুই ভাই তৈমুর আলি খান ও ইব্রাহিম আলি খানের হাতে রাখী বেঁধেছিলেন সারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
মাঝেমধ্যেই আলোকচিত্রীদের ক্যামেরায় সারার ছবি ধরা পড়ে। (ছবি-মানব মঙ্গলানি)
গাড়িতে ওঠার আগে আলোকচিত্রীদের শুভেচ্ছাও জানান তিনি। (ছবি-মানব মঙ্গলানি)
সেলুন সেশনের পর খুবই হাসিখুশি চেহারায় দেখা গেল সারা আলি খানকে। আলোকচিত্রীরা সারার ছবিও তুললেন। (ছবি-মানব মঙ্গলানি)