মা অমৃতা সিংহের সঙ্গে পঞ্জাবি পোশাকে লোহরি-তে মেতে উঠলেন সারা আলি খান, দেখুন সেই ছবি
তবে, এরপর তাঁর কোন ছবি মুক্তি পাচ্ছে, সেই নিয়ে কোনও ঘোষণা করেননি অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে, এরপর তাঁর কোন ছবি মুক্তি পাচ্ছে, সেই নিয়ে কোনও ঘোষণা করেননি অভিনেত্রী।
কিছুদিন আগেই রণবীর সিংহের বিপরীতে তাঁর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে ভাল আয় করেছে।
গত ডিসেম্বরে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সারা।
এখানে বলে রাখা দরকার, সারা পাশ্চাত্য পোশাকের চেয়ে দেশীয় পোশাক পরা বেশি পছন্দ করেন।
সারার এই লুক সোশ্যাল মিডিয়ায় দারুন সাড়া ফেলেছে। বহু মানুষ তাঁর এই পোশাককে পছন্দ করেছেন।
গোলাপী রঙের স্যুট পরে সারাকে একেবারে পাঞ্জাবি তন্বীর মতো দেখাচ্ছিল।
এই প্রেক্ষিতে সেই উৎসব পালনের বেশ কিছু ছবি সারা নজের ইনস্টাগ্রামে পোস্ট করেন।
মহা ধুমধামের সঙ্গে টিনসেল টাউনে লোহরি উৎসব উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষ্যে অভিনেতা সেফ আলি খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের মেয়ে তথা অভিনেত্রী সারা আলি খান তাঁর মা এবং বন্ধুদের সঙ্গে দারুনভাবে লোহরি পালন করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -