নয়াদিল্লি: আপাতত 'অতরঙ্গি রে' (Atrangi Re) ছবির প্রোমোশনে ব্যস্ত সারা আলি খান (Sara Ali Khan)। তবে সম্প্রতি তিনি ক্যামেরাবন্দি হলেন দিল্লির নিজামউদ্দিন দরগায় (Delhi's Nizamuddin Dargah)। কাওয়ালি (qawwali night) উপভোগ করতে দেখা গেল তাঁকে। নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ভিডিও শেয়ার করেন সারা। গাঢ় সবুজ ও বেগুনি রঙের ট্রেডিশনাল পোশাকে, মুখে মাস্ক পরে, মাথায় ওড়না দিয়ে 'রিঙ্কু' পৌঁছে গেছে হজরত নিজামউদ্দিন অওলিয়া দরগায়। তাঁর মাস্কেও সেলাই করে লেখা 'রিঙ্কু'। 'অতরঙ্গি রে' ছবিতে তাঁর চরিত্রের নাম 'রিঙ্কু'।



Sara Ali Khan Update: দিল্লিতে 'কাওয়ালি' শুনে সন্ধ্যা কাটাচ্ছেন সারা আলি খান, পোস্ট করলেন ভিডিও




দরগায় রণবীর কপূর অভিনীত 'রকস্টার' ছবির 'কুন ফায়া কুন' শুনতে দেখা গেল অভিনেত্রীকে বিভোর হয়ে। পোস্টে অনুরাগীদের 'জুম্মা মুবারক' জানান সারা। দিল্লিতে তাঁর সন্ধ্যা যে বেশ 'চকা চক' (Chaka Chak) কাটছিল তা বলাই বাহুল্য।


এছাড়া সারা তাঁর সহ অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন। এছাড়া তাঁর টিমের সঙ্গে অভিনব  কায়দায় 'চকা চক' গানে পারফর্মও করেন। 


 






 






আগামী ২৪ ডিসেম্বর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার (Akshay Kumar), ধনুশ (Dhanush) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'অতরঙ্গি রে' ছবিটি।


আরও পড়ুন: 10 Years in Bollywood: বলিউডে এক দশক পার, 'উঁচাই' ছবির সেটে উদযাপন পরিণীতি চোপড়ার