নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সুফল আছে তেমনই কুফলও আছে। এখন তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রোল করা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি অভিনেত্রী সারা আলি খান গিয়েছিলেন কেদারনাথ মন্দিরে। সঙ্গে ছিলেন অপর অভিনেত্রী ও বন্ধু জাহ্নবী কপূর। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করেন তিনি। এমনিতে অনুরাগীরা দুই বন্ধুর ছবি দেখে আপ্লুত, প্রশংসায় ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সকলে সারা আলি খানের মন্দির ভ্রমণের ব্যাপারাটা খুব ভালভাবে নেননি। ইনস্টাগ্রামে রীতিমতো ট্রোল করা হল তাঁকে।
কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রোলের শিকার হয়েছিলেন সারা। এরপর ফের একবার ট্রোল। ইসলাম ধর্মাবলম্বী হয়ে কীভাবে হিন্দু মন্দিরে গেলেন সারা, এই প্রশ্নই তুলেছেন বেশ কিছু নেটিজেন।
কেদারনাথ মন্দিরের ট্রিপ থেকে বেশ কিছু ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেন সারা-জাহ্নবী। ঝকঝকে সুন্দরী দুই অভিনেত্রী, পিছনে নয়নাভিরাম কেদারনাথ মন্দির। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই কটাক্ষের শিকার সারা। একাধিক নেটিজেনের বাঁকা মন্তব্য। একজন লেখেন, 'তুমি একজন মুসলমান, তাহলে এটা কী করছ?' অপর একজন লিখেছেন, 'তোমাদের মতো মুসলমানেদের ধিক্কার।' কারও মন্তব্য, 'আমার রিসার্চ অনুযায়ী তুমি মুসলমান তাহলে তোমার কতজন ঈশ্বর আছেন... কারণ মুসলমানেদের একজনই ঈশ্বর...আল্লাহ্।'
কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে বাকিদের মতো তাঁকেও শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সারা আলি খানকে নিয়ে ট্রোলের বন্যা।
সেফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা সারা আলি খান অল্পদিন বলিউডে অভিনয় জীবন শুরু করলেও, ইতিমধ্যেই মিষ্টিমুখের জন্য দর্শকদের মন জিতে নিয়েছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের নানা ভিডিও এবং ছবি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন।