জানা গেছে, পরিচালকের সঙ্গে বৈঠক করতেই সেখানে গিয়েছিলেন সারা। বাবা সইফ তাঁর সঙ্গে গিয়েছিলেন। সইফকে খুব সাধারণ লুকেই দেখা গিয়েছে। সারা কুর্তা ও পালাজোঁ পরেছিলেন।
প্রথমে কেদারনাথ সিনেমা ডিসেম্বরে মুক্তি পাবে বলে ঠিক ছিল। কিন্তু ওই সময় শাহরুখ খানের জিরো সিনেমা মুক্তি পাবে। এই কারণে নির্মাতারা 'কেদারনাথ'-এর মুক্তির দিন ৩০ নভেম্বর ঠিক করেছেন।
পরিচালকের সঙ্গে সইফ ও সারার বৈঠক করতে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
সারার অভিষেক সিনেমা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। অভিষেক কপূরের বিরুদ্ধে ক্রিআর্জ এন্টারটেনমেন্ট অনিয়মতা ও গাফিলতির অভিযোগ এনেছে। সিনেমার মুক্তি এ জন্যই পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিতর্ক আদালত পর্যন্ত পৌঁছয়। এখন অবশ্য সিনেমার মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
প্রথম সিনেমা মুক্তির আগেই অবশ্য সারার হাতে আরও কয়েকটি সিনেমার অফার এসেছে। কেরিয়ারের শুরুতেই তাঁকে রণবীর সিংহর সঙ্গে দেখা যাবে।