শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন সারা আলি খান, দেখুন সেই ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2019 01:17 PM (IST)
শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন সেফ-কন্যা সারা আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি আপলোড করেছেন তিনি। সেখানেও তাঁর স্টাইল স্টেটমেন্টের থেকে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সমুদ্রের ধারে হোক সুইমিং পুল, সব জায়গার ছবিতেই সুন্দর দেখাচ্ছে সারাকে।
মুম্বই: শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন সেফ-কন্যা সারা আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি আপলোড করেছেন তিনি। সেখানেও তাঁর স্টাইল স্টেটমেন্টের থেকে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সমুদ্রের ধারে হোক সুইমিং পুল, সব জায়গার ছবিতেই সুন্দর দেখাচ্ছে সারাকে। ইনস্টাগ্রামে নিজের চারটি ছবি আপলোড করেছেন সারা। কোথাও তাঁকে দেখা যাচ্ছে নিরালা সমুদ্রের ধারে, আবার কোথাও তিনি সময় কাটাচ্ছেন সুইমিং পুলে। এই চারটি ছবি আপলোড করে তিনি লেখেছেন, ‘লেডি ইন লঙ্কা’। বর্তমানে বরুণ ধওয়নের সঙ্গে 'কুলি নং ওয়ান'-এর শ্যুটিং-এ ব্যস্ত সারা। এরই মাঝে সময় বের করে বন্ধুদের সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন তিনি। কখনওই বেশী সাজগোজ করতে দেখা যায় না সারাকে। সবসময় বেশ সাধারণ অথচ গ্ল্যামারাস লুকই পছন্দ সারার। ছুটিতেও সেই স্টাইল স্টেটমেন্টই বজায় রেখেছেন সারা।