সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সারা তাঁর পারিবারিক জীবন ও তৈমুরকে নিয়ে নানা কথা বলেছেন। সারা বলেছেন, ‘বাবা ও মায়ের বেশ কিছু গুণ তাঁর মধ্যে রয়েছে। তিনি বলেছেন, আমার মনে হয়, যেটা সঠিক মনে হয়, তা করার যে অভ্যেস তাঁদের রয়েছে, তা আমার মধ্যেও রয়েছে’।
তৈমুর এখন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ছোট ভাইয়ের ব্যাপারে বলতে গিয়ে সারা বলেছেন, ‘ও সবার নয়নের মণি। তৈমুর শুধু কাছে থাকলেই মনটা ভালো হয়ে যায়। আমার বাবা যে তাঁর পিতৃত্ব উপভোগ করছেন, তা দেখে আমার খুব ভালো লাগে। আমার ও ইব্রাহিমের কাছেও তিনি আদর্শ পিতা। তৈমুর তাঁর জীবনে যে খুশি ও তৃপ্তি এনে দিয়েছে, তা আমি দেখেছি।তৈমুর আমাদের পরিবারকে কাছাকাছি আসতে সাহায্য করেছে, তা আগে কখনও হয়নি’।
সারা বর্তমানে ‘কুলি নম্বর ১’ সিনেমার শ্যুটিংয়ের জন্য ব্যাঙ্ককে রয়েছেন। এই সিনেমায় তাঁকে বরুণ ধবনের বিপরীতে দেখা যাবে। এছাড়াও সম্প্রতি তিনি ‘লভ আজকল’ সিনেমার সিকোয়েলের শ্যুটিং শেষ করেছেন। এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে তাঁকে।