Sara-Kartik Reunion: ফের 'প্রাক্তন' প্রেমিক কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা?

Bhool Bhulaiyaa 3: বলিউডে কান পাতলে এখনও শোনা যায় তাঁদের পুরনো প্রেমের গুঞ্জন। কখনও নিজেদের মুখে স্বীকার না করলেও অনেকেরই মত যে প্রেমের সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান।

Continues below advertisement

নয়াদিল্লি: শোনা যাচ্ছে, ফের জুটি বাঁধতে চলেছেন সারা আলি খান (Sara Ali Khan) ও কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সূত্রের খবর একসঙ্গে তাঁদের দেখা যাবে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyaa 3) ছবিতে। খবর সত্যি হলে, এই নিয়ে তাঁদের দ্বিতীয়বার জুটি বাঁধতে দেখা যাবে। 

Continues below advertisement

ফের জুটি বাঁধবেন সারা-কার্তিক

বলিউডে কান পাতলে এখনও শোনা যায় তাঁদের পুরনো প্রেমের গুঞ্জন। কখনও নিজেদের মুখে স্বীকার না করলেও অনেকেরই মত যে প্রেমের সম্পর্কে ছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান। ২০২০ সালে তাঁদের একসঙ্গে প্রথমবার দেখা যায় ইমতিয়াজ আলির পরিচালনায় 'লাভ আজ কাল' ছবিতে। যদি জল্পনা সত্যি হয় তাহলে হরর কমেডি ঘরানার 'ভুল ভুলাইয়া ৩' ছবির জন্য তাঁরা ফের একসঙ্গে কাজ শুরু করবেন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। 

কার্তিক আরিয়ান, অনিস বাজমি, ভূষণ কুমার ফের একসঙ্গে জুটি বাঁধছেন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সংস্করণ আনার জন্য। ২০২২ সালে মুক্তি পায় কার্তিক আরিয়ান, তব্বু ও কিয়ারা আডবাণী অভিনীত 'ভুল ভুলাইয়া ২' ছবি, যা বিপুল সাফল্য লাভ করে। 

'ভুল ভুলাইয়া' ভূষণ এবং কার্তিকের প্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি এবং তাঁরা তৃতীয় সংস্করণের সঙ্গে আরও বাড়তি অংশীদারিত্ব বাড়াতে চায়। তাঁরা অনেকদিনের প্রচেষ্টায় চিত্রনাট্য লক করার জন্য কাজ করেছেন এবং এখন ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়া নিয়ে সকলেই উত্তেজিত। বলিউড সূত্রে মিলেছে এই খবর। 

বলিউডের গোপন সূত্রে খবর, 'ভুল ভুলাইয়া ৩' যা ২০২৪ সালেই মুক্তি পাওয়ার কথা, সেখানে সারা আলি খানকে দেখা যাবে কার্তিকের সঙ্গে। তাঁরা দুজনেই আগামী বছর শ্যুটিং শুরু করা নিয়ে বেশ উত্তেজিত। সূত্রের খবর, 'কার্তিক ও সারা একে অপরের খুব ভাল বন্ধু এবং তাঁরা কর্মক্ষেত্রেও নিজেদের বন্ধুত্বের বিস্তার করতে আগ্রহী 'ভুল ভুলাইয়া ৩'-এর মাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর এই কাস্টিং নিয়ে যে জল্পনার অন্ত থাকবে না বলাই বাহুল্য।' সূত্রের আরও খবর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবির শ্যুটিং শুরু হবে, চলবে টানা ৩ মাস। আগামী বছরের দীপাবলির আবহে মুক্তি পাবে ছবিটি। 

আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: শ্যুটিং করতে ত্রিপুরা পাড়ি দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালনায় আরেক সৌরভ!

জনপ্রিয় টক-শো 'কফি উইথ কর্ণ সিজন ৮'-এ এসে কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে মুখ খোলেন অভিনেত্রী। সেই পর্বে সারা এসেছিলেন অনন্যা পাণ্ডের সঙ্গে যিনিও আগে কার্তিকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। 

Continues below advertisement
Sponsored Links by Taboola