কলকাতা: 'কাহানি'-র হাত ধরে হিন্দি ছবির আঙিনায় পা রেখেছিলেন তিনি। তারপরে হিন্দি ছবি থেকে চার বছরের বিরতি। কিন্তু সেসময়ে তাঁর কাছে হিন্দি ছবির অফার ছিল না এমন নয়, বরং একের পর এক প্রায় ৬ থেকে ৭টা ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ৪ বছর পরে আবার হিন্দি ছবিতে ফিরলেন 'জগ্গা জাসুস'-এর হাত ধরে। ছবির সেটে রণবীর কপূর (Ranbir Kapoor) প্রশ্ন করেছিলেন, 'দাদা, 'কাহানি'-র পর হিন্দি ছবিতে ফিরতে ৪ বছর লেগে গেল!' একটু হেসে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) উত্তর দিয়েছিলেন, 'অফার এসেছিল, করিনি।'


বলিউড থেকে টলিউড, একের পর এক ছবিতে দাপিয়ে কাজ করে চলেছেন শাশ্বত। তাঁর অভিনয়ের বৈচিত্র্যে মুগ্ধ দর্শকেরা। এই বিষয়টা কতটা উপভোগ করেন শাশ্বত? হাসিমুখে অভিনেতা বললেন, 'আমি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ যে আমায় এতরকম চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। অনেকেই এতরকম চরিত্র পায় না।' 


আরও পড়ুন: Saswata on Abhishek: 'বড়পর্দা ছাড়া ম্যাজিক অসম্ভব', অভিষেকের 'বব বিশ্বাস' নিয়ে মুখ খুললেন শাশ্বত


'কাহানি'-র পরে বলিউডে ফিরতে চার বছরের বিরতি কেন? শাশ্বত বললেন, 'কাহানির পরে ৬-৭টা ছবির অফার ফিরিয়ে দিয়েছি। কিছু ছবি করতে পারিনি। এখন মনে হয় সেগুলো না করেই ভালো করেছি। আসলে না বলাটা জরুরি। আমাকে গুরুত্বপূর্ণ চরিত্র না দিলে আমি অভিনয় করব না এই বার্তাটা স্পষ্ট হওয়া প্রয়োজন। হিন্দিতেও হয়ত এখন এটা বলার জায়গায় আমি এসেছি। কিন্তু এই অভ্য়াসটা একেবারে প্রথম থেকেই করতে হয়েছে। প্রতিটা ছবিতেই একটা দুটো দৃশ্য়ে অভিনয় করে কোনও লাভ হয় না। জগ্গা জাসুস, দিল বেচারা, ব্যাড বয়, দোবারা, ধাকড়.. প্রত্যেকটাতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। বাবা বলতেন, কোথায় না বলতে হয় সেটা জানতে হবে। না বলতে হবে। তবেই লোকে পাত্তা দেবে, নাহলে দেবে না। যা আসছে লুফে নিলাম, নাহ..। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে নয়।'