নয়াদিল্লি : বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ! যে ফার্ম হাউসে অসুস্থ হয়ে পড়েছিলেন সতীশ, তার মালিক বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীর অভিযোগে শোরগোল পড়ে গেছে। অভিনেতার মৃত্যুতে তাঁর স্বামীর ভূমিকা রয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এমনকী এই মর্মে ওই মহিলা পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।


এক বিবৃতিতে দিল্লি পুলিশ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, এক মহিলার (বিকাশ মালুর স্ত্রী) অভিযোগের ভিত্তিতে অভিনেতা সতীশ কৌশিক মৃত্যু মামলায় তদন্ত শুরু হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত করছেন সাউথ ওয়েস্ট জেলার ইন্সপেক্টর স্তরের এক অফিসার। ওই মহিলাকে বিবৃতি দেওয়ার জন্য পুলিশের তরফে ডাকা হবে।


এএনআইকে বিকাশ মালুর স্ত্রী বলেন, সতীশজির মৃত্যু নিয়ে আমি একটি অভিযোগ দায়ের করেছি। উনি একটা পার্টির জন্য স্বামীর ফার্ম হাউসে এসেছিলেন। যেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফার্ম হাউস থেকে কিছু আপত্তিকর ওষুধও পাওয়া যায়।


এর পাশাপাশি তিনি অভিযোগ জানান, সতীশ কৌশিক ও বিকাশ মালুর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিবাদ ছিল। ২০২২ সালের অগাস্ট মাসে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। যার পর সতীশজি স্বামীকে দেওয়া ১৫ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু, আমার স্বামী বলেছিলেন ভারতে ওই টাকা দেবেন। পরে আমি যখন স্বামীকে এবিষয়ে জানতে চাই তখন উনি জানান, সতীশজির কাছে উনি টাকাটা ধার নিয়েছিলেন। কিন্তু, কোভিড পর্বে সেই পরিমাণ টাকার ক্ষতি হয়ে গেছে। স্বামী ওই টাকা ফেরত দিতে চাইছিলেন না। উনি এমনকী বলেন, সতীশ কৌশিকের সঙ্গে এব্যাপারে মিটমাট করতে ব্লু পিল ও রাশিয়ান মহিলাদের ব্যবহার করবেন। সেই কারণেই আমি পুলিশের কাছে এই দিকটা তুলে ধরেছি। যাতে স্বচ্ছ তদন্ত হয়।


গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা, পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। বয়স হয়েছিল ৬৬। শেষ তিনি ছিলেন দিল্লিতে, যখন তিনি হঠাৎই অস্বস্তি বোধ করতে থাকেন এবং তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, দিল্লি পুলিশ নাকি অভিনেতার ফার্মহাউজ (farmhouse) থেকে 'ওষুধ' ('medicine') পেয়েছেন। 


সংবাদ সংস্থা আইএএনএসের মতে, অভিনেতার মৃত্যুর তদন্তকারী দিল্লি পুলিশ ফার্মহাউজ থেকে কিছু 'ওষুধ' উদ্ধার করেছে যেখানে তিনি পার্টিতে যোগদান করেছিলেন। শনিবার এমনটাই জানান এক কর্মকর্তা। তিনি বলেন, 'আমরা তাঁর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বিজবাসনের খামারবাড়ি থেকে কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে যেখানে সতীশ কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে।'