নয়াদিল্লি: বিনোদন দুনিয়ায় ফের শোকের ছায়া। বর্ষীয়ান পরিচালক সাওয়ান কুমার তক প্রয়াত (Sawan Kumar Tak passes away)। দীর্ঘদিনের অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital in Mumbai) দেহত্যাগ করেন তিনি। ফুসফুস জনিত একাধিক রোগে (lung-related ailments) বহুদিন ধরে ভুগছিলেন পরিচালক।
প্রয়াত সাওয়ান কুমার তক
প্রয়াত পরিচালকের পরিবারের সদস্য নবীন কুমার জানান যে ৮৬ বছর বয়সী পরিচালক মারা গেছেন হার্ট অ্যাটাকের ফলে এবং একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে। তিনি বলেন, 'কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুস জনিত সমস্যার ইতিহাস রয়েছে। ওঁর নিউমোনিয়া হয়েছে ভেবেই দ্রুত হাসপাতালে ভর্তি করাই, কিন্তু ফুসফুস আর কাজ করছিল না।'
বলা হয়, প্রয়াত এই পরিচালক একসময়ে একাধিক দারুণ অভিনেতাদের বলিউডে লঞ্চ করেছিলেন। যাঁদের মধ্যে প্রয়াত অভিনেতা সঞ্জীব কুমার ও কমেডি কিং মেহমুদের নাম উল্লেখযোগ্য। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে পরিচালক আইসিইউতে ভর্তি ছিলেন।
১৯৬৭ সালে সাওয়ান কুমার শুরু করেন একজন প্রযোজক হিসেবে। 'নৌনিহাল' ছিল তাঁর প্রথম কাজ। মুখ্য ভূমিকায় ছিলেন সঞ্জীব কুমার, জাতীয় পুরস্কার পর্যন্ত নিজের পথ তৈরি করেন সেই বছর। ১৯৭২ সালে পরিচালনা শুরু করেন। প্রথম ছবি 'গোমতি কে কিনারে'। অভিনয়ে কিংবদন্তি মীনা কুমারি। তবে এই ছবিই অভিনেত্রীর কেরিয়ারের শেষ ছবি ছিল।
আরও পড়ুন: Brahmastra: 'কেজিএফ টু'-এর প্রথমদিনের বক্স অফিস কালেকশন কি ভাঙতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
গীতিকার হিসেবেও সাওয়ানের একটি বর্ণাঢ্য কেরিয়ার রয়েছে এবং তাঁর কৃতিত্বের ঝুলিতে বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। হৃত্বিক রোশন ও আমিশা পটেলের প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়'র গানও তাঁরই লেখা। এছাড়া 'সৌতন', 'সৌতন কি বেটি', 'বেওয়াফা'র মতো ছবির জন্য গান লিখেছেন। বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন তার মধ্যে সলমন খান অভিনীত নব্বইয়ের হিট ছবি 'সনম বেওয়াফা', 'সাজন বিনা সুহাগন', 'সৌতন' অন্যতম।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সলমন খান। পোস্ট করেছেন পরিচালকের সঙ্গে একটি ছবি।