কলকাতা: দীর্ঘকায় রোগা এক ব্যক্তি, বাসস্থান পটলডাঙা। কার কথা বলা হচ্ছে, বাঙালিদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। একদমই ঠিক। তিনি বাঙালির প্রিয় 'টেনিদা' (Tenida)। এমন বাঙালি খুদে খুঁজে পাওয়া বোধ হয় দুষ্কর যাঁরা টেনিদার কাণ্ডকারখানার সঙ্গে পরিচিত নন। শুধু বাচ্চারাই নয়, টেনিদায় মুগ্ধ সব বয়সীরাই। এবার সেই টেনিদাই পা রাখতে চলেছেন বড়পর্দায়, আবার। পরিচালনায় সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। প্রকাশ্যে ছবির প্রথম পোস্টার
আসছে 'টেনিদা অ্যান্ড কোম্পানি'
সুরিন্দর সিং ও নিসপাল সিংয়ের নিবেদনে, 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায় মুক্তি পেতে চলেছে 'টেনিদা অ্যান্ড কোম্পানি' (Tenida and Company)। ফের বড়পর্দায় টেনিদার কীর্তিকলাপ দেখা যাবে, এবার পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের 'ঝাউবাংলোর রহস্য' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
চিন্ময় রায়ের ক্লাসিক টেনিদার পর এবার সায়ন্তন ঘোষালের হাত ধরে পর্দায় ফিরছে টেনিদা। স্বভাবতই সেই নিয়ে দর্শক মহলে রীতিমত গুঞ্জন, উত্তেজনাও চরমে। ছবির নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর সঙ্গে দেখা যাবে গৌরব চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য্য, সৌরভ সাহা, ঋদ্ধিমা ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, অরিন্দোল বাগচী প্রমুখকে। ছবির প্রেক্ষাপটে অবশ্যই সেই প্রখ্যাত চার মূর্তির গল্প।
পটলডাঙার চির পরিচিত সেই চার মূর্তি, টেনিদা, ক্যাবলা, প্যালা ও হাবুল সবে তাদের পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে ঢুকেছে। তবে এর মধ্যেই ক্যাবলা তার এক গবেষণার জন্য আমেরিকায় পড়াশোনা করার সুযোগ পায়। ক্যাবলার এই সাফল্য উদযাপন করতে তারা চারজন ঠিক করে দার্জিলিং বেড়াতে যাবে। যেমন কথা তেমন কাজ। ট্রেনে তাদের সঙ্গে দেখা হয় ঝুমুরলাল ও কদম্ব পাকড়াসি নামে দুই মাঝবয়সী ব্যক্তির। এই ঝুমুরলালের থেকেই এক জমজমাট রহস্যের খোঁজ পেয়ে চার মূর্তি হাজির হয় দার্জিলিংয়ের কাছাকাছি নীলপাহাড়ি নামের এক জায়গায়। এখানে অপেক্ষা করে আছে কোন রহস্য? কী করেই বা তার মুখোমুখি দাঁড়াবে এই চার মূর্তি? সেই গল্পই শোনাবে 'টেনিদা and Company'।
ছবির কাহিনি পুনঃনির্মাণ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু, সঙ্গীত পরিচালনায় রয়েছেন মিমো, ছবির গীতিকার পিয়া ও প্রান্তিক। আবহ সঙ্গীত নির্মাণ করছেন সায়ন গঙ্গোপাধ্যায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন রম্যদীপ সাহা। ছবির সম্পাদনায় রয়েছেন শুভদীপ সিংহ। ছবির বিষয়ে পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, 'টেনিদা বরাবরই আমার ভীষণ প্রিয় চরিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই সিরিজের অধিকাংশ গল্পগুলো এত সিনেম্যাটিক যে আমার মনে হয়, টেনিদাকে নিয়ে আরও ছবি হওয়া উচিত। আগামী ১৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। সকলে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন। আশা করি ভাল লাগবে।'