নয়াদিল্লি: গত বেশ কিছুদিন ধরেই একতা কপূরের (Ekta Kapoor) ওয়েব সিরিজ (Web Series) 'এক্স এক্স এক্স'কে (XXX) ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল। ওয়েব সিরিজে বিতর্কিত দৃশ্য দেখানোর জন্য নানা বিতর্ক তৈরি হয়েছিল আগেই। আর সেই বিতর্ক গিয়ে পৌঁছয় আদালত পর্যন্ত। অবশেষে সেই মামলায় নিজের মত জানাল সুপ্রিম কোর্ট। ওয়েব সিরিজ 'এক্স এক্স এক্স'-এর নির্মাতা একতা কপূরকে কার্যত ভর্ৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত।


'এক্স এক্স এক্স' ওয়েব সিরিজের নির্মাতা একতা কপূরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের-


ওয়েব সিরিজ 'এক্স এক্স এক্স'-এ বিতর্কিত দৃশ্য দেখানোকে কেন্দ্র করে প্রযোজক একতা কপূরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে একতা কপূরকে রীতিমতো তুলোধনা করা হয়। নতুন প্রজন্মকে নষ্ট করার জন্য তাঁকে দায়ী করে সুপ্রিম কোর্ট। বিচারপতি অজয় রাস্তোগি ও সিটি রবি কুমারের বেঞ্চের পক্ষ থেকে একতা কপূরের উদ্দেশে বলা হয় যে, 'একতা কপূর নতুন প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করছে। ওটিটি প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট তৈরি করছে। এমন ধরনের ছবি ও সিরিজ তৈরি করা হচ্ছে, যা তরুণ প্রজন্মের মগজ নষ্ট করছে। একতা এই ধরনের কনটেন্ট তুলে ধরে কী প্রমাণ করতে চাইছেন, কী ধরনের জিনিসই বা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরছেন, সে সম্পর্কেও তাঁকে প্রশ্ন করা হয়।' এর পাশাপাশি একতা কপূরের আইনজীবীকে সুপ্রিমকোর্টে তাঁর মক্কেলের হয়ে সওয়াল করতে আসতে নিষেধ করে সুপ্রিম কোর্ট। তারইসঙ্গে মক্কেলকে বিচক্ষণ হওয়ার জন্য তাঁকে বলতেও বলে আদালত।


আরও পড়ুন - Sonam Kapoor: এই বিশেষ কারণে করবা চৌথে উপোস করেন না সোনম কপূর


প্রসঙ্গত, 'এক্স এক্স এক্স' সিজন ২-এর কনটেন্ট নিয়ে আদালতে মামলা দায়ের করেন বেগুসরাইয়ের এক বাসিন্দা। তাঁর অভিযোগ ছিল, ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সম্পর্কে বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছিল। যা সকলের ভাবাবেগে আঘাত দেয়। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে জানা যায় যা, সিরিজ থেকে ওই দৃশ্যগুলি বাদ দেওয়া হয়েছে। কিন্তু তাতে মামলা শেষ হয়ে যায়নি। একতা কপূর ও তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। 'এক্স এক্স এক্স' ওয়েব সিরিজটি অল্ট বালাজির ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়। ওয়েব সিরিজ থেকে বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেলার পর ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন একতা কপূর। কিন্তু ক্ষমা চাইলেও আদালতে হাজির হননি একতা। তারপরই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।