নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হচ্ছে পাকিস্তান ম্যাচ দিয়ে। তবে ভারতকে সামলাতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে যারা ভারতের গ্রুপে পড়তে পারে।


ওয়েস্ট ইন্ডিজ না শ্রীলঙ্কা, কাদের বিরুদ্ধে সমস্যায় পড়তে পারে ভারত? ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে গেম প্ল্যান অনুষ্ঠানে ভারতের জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বলেছেন, 'এই দুই দলের যে কোনও একটির বিরুদ্ধে খেলার সময় ভারত যদি ছন্দের তুঙ্গে থাকে, তাহলে কোনও সমস্যাই নয়। তবে কোন ওয়েস্ট ইন্ডিজ দলকে সামলাতে হবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। নিজেদের দিনে বিশ্বের যে কোনও দলের থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে ওরা। এভাবেই ক্রিকেট খেলে ওরা। ভয়ডরহীনভাবে।'


ইরফান অবশ্য যোগ করেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দল হিসাবে এগিয়ে শ্রীলঙ্কা। স্পিন বোলিং ও ব্যাটিংয়ের কথা মাথায় রাখলে। সম্প্রতি এশিয়া কাপে ওরা ভারতকে হারিয়েছে। আমার মনে হয় না ভারত কোনও দলকে এড়াতে চায়। তবে প্রস্তুতির কথা ধরলে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওদের অনেক বেশি প্রস্তুতি নিতে হবে।'


সহমত গম্ভীর


এশিয়া কাপের (Asia Cup) আগে কেউ ভাবেননি যে, তাঁরা চ্যাম্পিয়ন হতে পারেন। কিন্তু সকলকে হতবাক করে দিয়েছিলেন দাসুন শনাকারা। ভারত, পাকিস্তানের মতো হেভিওয়েটরা যে টুর্নামেন্টে অংশ নিয়েছিল, সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে বলে সকলকে সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য জানিয়েছেন, আত্মবিশ্বাসে টগবগ করছে শ্রীলঙ্কা।


যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে সুপার টুয়েলভের মূল পর্বে যোগ্যতা অর্জনের সেরা দাবিদার শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। কোন দল বিশ্বকাপে ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠান 'গেম প্ল্যান'-এ গম্ভীর বলেছেন, 'শ্রীলঙ্কা। কারণ এশিয়া কাপে দারুণ সাফল্য পেয়েছে। যেভাবে ওরা খেলছে, সঠিক সময়ে সেরা ছন্দে রয়েছে। চামিরা ও লাহিরু কুমারা যোগ দিচ্ছে বলে ওদের সব দিক থেকে ভারসাম্য চলে এসেছে। ওরা বিপজ্জনক দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে।'


আরও পড়ুন: চমক! বোর্ড ছেড়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ? মনোনয়ন জমা দেওয়া নিয়ে তুঙ্গে জল্পনা