নয়াদিল্লি: হংসল মেহতা (Hansal Mehta) পরিচালিত অত্যন্ত জনপ্রিয় সিরিজ, 'স্ক্যাম' (Scam) ফিরছে তার নতুন সংস্করণ নিয়ে। ফের এক বিশাল দুর্নীতির গল্প দেখা যাবে সিরিজে যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। 


আসছে 'স্ক্যাম ২০০৩'


আসছে 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি' ("Scam 2003: The Telgi Story")। আগামী ২ সেপ্টেম্বর থেকে স্ট্রিম হবে এই সিরিজ। সাংবাদিক সঞ্জয় সিংহের লেখা হিন্দি বই, 'রিপোর্টার কি ডাইরি' ("Reporter ki Diary") থেকে তৈরি এই সিরিজ। সেই সময় এই দুর্নীতির খবর তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন বলে বলা হয়। 


'স্ক্যাম ২০০৩' বলবে আব্দুল করিম তেলগির ২০০৩ সালের স্ট্যাম্প পেপার দুর্নীতির গল্প। সিরিজের নির্মাতারা প্রতিশ্রুতি দিচ্ছে আকর্ষণীয় হওয়ার। এটি তেলগির জীবন বর্ণনা করবে, যিনি কর্ণাটকের খানাপুরে জন্মগ্রহণ করেন, এবং সেখান যে ভারতের অন্যতম বড় দুর্নীতি চক্রের পিছনে মাথা হয়ে ওঠার গল্প দেখা যাবে। এই দুর্নীতি একাধিক রাজ্যে বিস্তৃত হয়েছিল এবং তা গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। আন্দাজ করা হয়, এই চক্রে প্রায় ২০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল। 


এই বিশেষ ঘোষণা নিজের সোশ্যাল মিডিয়ায় করেন হংসল মেহতা। 'সোনি লিভ ইন্ডিয়া'র তৃতীয় বর্ষপূর্তিতে এই খবর আসে প্রকাশ্যে। 


 






আব্দুল করিম তেলগির চরিত্রে দেখা যাবে গগন দেব রিয়ারকে। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় সিংহের সঙ্গে মরাঠি সিনেমার পরিচিত নাম কিরণ যজ্ঞপবিত। 


২০২০ সালে মুক্তি পায় 'স্ক্যাম ২০২০: দ্য হর্ষদ মেহতা স্টোরি'। ইন্টারনেটে ঝড় তোলে এই সিরিজ এবং তৎক্ষণাৎ তারকা হয়ে ওঠেন প্রতীক গাঁধী। আপাতত হংসল মেহতার সদ্য মুক্তিপ্রাপ্ত, করিশ্মা তান্না অভিনীত ও সহ পরিচালিত 'স্কুপ' প্রশংসার শিখরে। 


আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?


'স্ক্যাম ২০০৩'-এর কার্যনির্বাহী প্রযোজক হলেন হংসল মেহতা এবং পরিচালনা করবেন তুষার হিরানন্দানি। 'স্টুডিও নেক্সট' ও 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট'-এর প্রজেক্ট এটি। 


২ সেপ্টেম্বর থেকে সোনি লিভে 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি' দেখা যাবে। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial