দেখুন বিগ বস ১১ খ্যাত আরশি খানের সাম্প্রতিক ফটোশ্যুট
দুটি তামিল ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল আরশির। বিগ বস ১১-য় ৮৩-তম দিনে তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫-য় একটি বোমা ফাটান আরশি। দাবি করেন, পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদির সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল, এমনকী তিনি আফ্রিদির বাচ্চার মা-ও।
থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। ২০১৪-য় মিস গ্লোরি আর্থ বিউটি খেতাব জেতেন।
জানেন কি, ২০১৭য় সানি লিওনের পর গুগলের সবচেয়ে বেশি চর্চিত সেলেব্রিটি ছিলেন এই আরশি।
এক সময় আরশিকে দেখা যেত টিভি শো পরিচালক বিকাশ গুপ্তার সঙ্গে পার্টিতে।
বিগ বস থেকে বের করে দেওয়ার পরও তাঁকে নিজের সঙ্গে স্টেজে তুলেছিলেন সলমন খান। আর কোনও প্রতিযোগীর বিগ বসের ইতিহাসে এমন সৌভাগ্য হয়নি।
বিগ বস ১১-য়ে তিনি নাকি সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন।
ছবিগুলিতে খোলামেলা পোশাকে হাজির হয়েছেন তিনি।
বিগ বস ১১-য় তাঁকে ঘিরে বিরাট আলোড়ন চলছিল। সেই আরশি হালে ফটোশ্যুট করেছেন, যা ঘিরেও বিস্তর চর্চা চলছে।
বিগ বস ১১ খ্যাত আরশি খান ইনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -