সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন ক্যাটরিনা কাইফের মতো দেখতে টিভি অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2017 07:14 PM (IST)
1
2
3
4
5
6
ইন্সটায় তাঁর ফলোয়ার সংখ্যা ২২১,০০০। দেখুন সালোনির আরও কয়েকটি ছবি
7
মুষ্টিমেয় কয়েকজন সেলিব্রিটিদের মধ্যে তিনি একজন যিনি এ সব বিষয়ে স্পষ্টভাবে নিজের মত জানাতে কুন্ঠা বোধ করেন না।
8
সালোনি মাঝেমধ্যেই ইন্সটা পোস্টে নারীবাদ ও সমতার কথা বলেন।
9
এমটিভি-র সিরিয়াল গার্লস অন টপ-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন সালোনি।
10
এগুলি তাঁর সাম্প্রতিককালে পোস্ট করা ছবি।
11
বিভিন্ন ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে শিহরণ ছড়িয়েছেন তিনি।
12
সালোনিকে প্রথম ঝলকে ক্যাটরিনা কাইফ বলে মনে হয়।
13
ছবিগুলিতে যথেষ্ট লাস্যময়ী দেখাচ্ছে সালোনিকে। তাঁর অনুরাগীরদের মধ্যে এই ছবিগুলি দারুন জনপ্রিয় হয়েছে।
14
ইন্সটাগ্রামে পর পর অনেকগুলি ছবি পোস্ট করেছেন এই টেলিভিশন অভিনেত্রী। ওই ছবিগুলি বেডরুমের।
15
ছবিতে যাঁকে দেখছেন তিনি ইন্সটা সেনসেশন সালোনি চোপড়া।