কলকাতা: পর্দায় নারীত্বের উদযাপন। সময় যত এগিয়েছে, বিভিন্ন ভাষা তাদের ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছে নারীত্বকে, মাতৃত্বকে। পিছিয়ে নেই বলিউডও। নারীদিবসের প্রাক্কালে, একঝলকে দেখে নেওয়া যাক বলিউডের সদ্য এমন কিছু ছবি যেগুলো তুলে ধরেছে নারীত্বকে, মাতৃত্বকে। 


গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি: আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি নিঃসন্দেহে তুলে ধরেছে এমন এক নারীর গল্প, যার লড়াই উৎসাহিত করতে পারে অনেক সাধারণ মানুষকে। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি তুলে ধরেছে এমন এক নারীর জীবনকে যে একেবারে শূন্য থেকে নিজের জীবন শুরু করে, সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের আধিপত্য, নিজের মত কায়েম করেছিলেন। 


মর্দানি ২: রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত এই ছবিতে তুলে ধরা হয়েছে এমন এক মহিলা পুলিশ অফিসারের জীবনকে যিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। নিজের শক্তিতে, সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ন্যায় বিচার করার জন্য তিনি নিতে তৈরি যে কোনও চ্যালেঞ্জ।


জানে জান: করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত এই সিরিজের গল্প যেন অন্য সুরে বাঁধা। 'সাসপেক্ট এক্স' গল্পের অবলম্বনে তৈরি এই সিরিজে করিনা কপূরের ভূমিকা ছিল একজন একা মায়ের। একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়া ও তার থেকে নিজেকে ও মেয়েকে বাঁচানোর ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প।


সুখী: শিল্পা শেট্টি (Shilpa Shetty) অভিনীত এই ছবি একেবারেই এক গৃহবধূর ঘরের গল্প। ৩৮ বছরের এক পাঞ্জাবি গৃহবধূর জীবন একটা হাইস্কুল রিউনিয়নের পরে কিভাবে বদলে যায়, সেই নিয়েই এই গল্প। একজন গৃহবধূকে একটা পরিবার গড়ে তোলার জন্য ঠিক কতটা আত্মত্যাগ করতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। 


মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে: রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত এই ছবি এক বাঙালি, ঘরোয়া মায়ের গল্প বলে, যার লড়াই একটা গোটা দেশের সঙ্গে। সদ্যজাত সন্তানকে কোল থেকে কেড়ে নেওয়ার যন্ত্রণা, তাকে ফিরে পাওয়ার লড়াই সবই সূক্ষভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। সবার ওপরে প্রাধান্য পেয়েছে একজন মায়ের আবেগ, ভালবাসা। 


আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।